scorecardresearch
 

Fixed Deposit Interest Rates: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের FD-তে বাড়ল সুদ, বাম্পার রিটার্ন

PNB Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB)।  নতুন করে ২ কোটি টাকার কম আমানতে সুদের হার হ্রাস করা হয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফিক্সড ডিপোজিট হল বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম। মধ্যবিত্তের সঞ্চয়ের ক্ষেত্রে এখনও পছন্দের ক্ষেত্র এই ফিক্সড ডিপোজিট(স্থায়ী আমানত)।
  • সুদের হার বৃদ্ধি করল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB)।  নতুন করে ২ কোটি টাকার কম আমানতে সুদের হার হ্রাস করা হয়েছে। 
  • PNB ৪০০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৮০% থেকে ৭.২৫%-এ বাড়িয়েছে।

PNB Fixed Deposit: ফিক্সড ডিপোজিট হল বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম। মধ্যবিত্তের সঞ্চয়ের ক্ষেত্রে এখনও পছন্দের ক্ষেত্র এই ফিক্সড ডিপোজিট(স্থায়ী আমানত)। আর সেই FD-তেই সুদের হার বৃদ্ধি করল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB)।  নতুন করে ২ কোটি টাকার কম আমানতে সুদের হার হ্রাস করা হয়েছে। 

পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে সুদের হার
PNB ৪০০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৮০% থেকে ৭.২৫%-এ বাড়িয়েছে। এর পাশাপাশি ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর্ড আমানতে সাধারণ নাগরিকদের জন্য সুদের বিভিন্ন হার রয়েছে। ৩.৫% থেকে ৭.২৫% হারে সুদ পাবেন। 

বেশিরভাগ মেয়াদে FD-তে সুদের হার বাড়ানো হলেও, ৪৪৪ দিনের FD-তে সুদের হার ৪৫ bps কমিয়ে ৭.২৫% থেকে কমিয়ে ৬.৮% করেছে। সুদের নয়া হারে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা সাত দিন থেকে দশ বছরের FD-তে ৪% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদের হার প্রদান করবে। সুপার সিনিয়রদের জন্য সুদের হার ৪.৩% থেকে ৮.০৫%।

এক নজরে PNB-তে সুদের হার

আরও পড়ুন

ছবি- পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
ছবি- পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক


৭ দিন থেকে ১৪ দিন- ৩.৫০ শতাংশ সুদের হার অফার করছে PNB।

১৫ দিন থেকে ২৯ দিন- ৩.৫০ শতাংশ।

৩০ দিন থেকে ৪৫ দিন- ৩.৫০ শতাংশ।

৪৬ দিন থেকে ৯০ দিন- ৪.৫০ শতাংশ।

৯১ দিন থেকে ১৭৯ দিন- ৪.৫০ শতাংশ।

১৮০ দিন থেকে ২৭০ দিন- ৬.০০ শতাংশ।

২৭১ দিন থেকে ১ বছর- ৬.২৫ শতাংশ।

১ বছরের ফিক্সড ডিপোজিট- ৬.৭৫ শতাংশ।

১ বছর থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিট ৬.৫০ শতাংশ।

Advertisement

২ বছর থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিট- ৭.০০ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিট- ৬.৫০ শতাংশ।

৫ বছর থেকে ১০ বছর- ৬.৫০ শতাংশ।

Advertisement