Visa Free For India: শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পরে ইরান এবং কেনিয়াতেও ভারতীয় নাগরিকদের ভিসা ফ্রি এন্ট্রির কথা ঘোষণা করে দিয়েছে ইরানের পর্যটনমন্ত্রী এজানুল্লাহ জর্গহামি। তিনি শুক্রবার জানিয়েছেন যে, ভারত সমেত মোট ৩৩ টি দেশের নাগরিকদের জন্য কোনও রকম ভিসা কাগজপত্র দরকার হবে না। এই নিয়ম দ্রুত কার্যকর করা হবে।
ভিসা এমন একটি নথি যার দ্বারা ভিসার ধারক আইনগতভাবে অন্য দেশে আসা যাওয়ার পারমিশন পায়। এর আগে অন্য একাধিক দেশ ভারতীয় নাগরিকদের ভিসা ফ্রি এন্ট্রির কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দেশে ভারতীয়দের ভিসা ফ্রি এন্ট্রি দেওয়ার কেন এই হিড়িক লেগেছে? আসুন, জেনে নিই এই দেশগুলি ভারতকে ভিসা ফ্রি এন্ট্রি দেওয়াতে কি লাভ।
থাইল্যান্ড, ইরান এবং ইন্দোনেশিয়ার মতো দেশে ভারতীয় নাগরিকদের ভিসা ফ্রি এন্ট্রি দেওয়ার মূল উদ্দেশ্য হলো, অর্থ ব্যবস্থাকে বৃদ্ধি করা, এই দেশগুলি সাধারণভাবে পর্যটন নির্ভর কোভিড মহামারীর কারণে এই সমস্ত দেশের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে এই দেশগুলি নিজেদের ফের পুনরায় পর্যটন বন্ধু দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু তাই ভিসা ফ্রি হয়ে গেলে পর্যটকরা খুব সহজেই বিমানের টিকিট কেটে পাসপোর্ট বগলদাবা করে এসে ঢুকে পড়তে পারবেন। ফলে পর্যটনের জোয়ার আসবে।
থাইল্যান্ডের আর্থিক ব্যবস্থার পর্যটনের একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু কোভিডের কারণে একটা বড় ঝটকা লেগেছে। এই সমস্ত দেশে পর্যটন সেক্টরকে পুনর্জীবিত করার জন্য থাইল্যান্ড, ভারত, চিন সমেত একাধিক দেশের নাগরিকদের ভিসা ফ্রি এন্ট্রি দিতে শুরু করেছে।
ইরানের পর্যটন মন্ত্রী বলেছেন, ভিসা ফ্রি এন্ট্রি দেওয়ার মূল উদ্দেশ্য হলো পর্যটনকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া। ইরানের বিরুদ্ধে একটা ইরানোফোবিয়া কাজ করে আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে। সেটিও মুছে দেওয়া। এছাড়া ভারতে বেশি মধ্যম আয়ওয়ালা জনসংখ্যা রয়েছে। ম্যাকেন্সি এন্ড কোম্পানির রিপোর্ট অনুযায়ী ২০৩০ পর্যন্ত মধ্যম আয়ওয়ালা ভারতীয় লোকেদের আয় আজকের থেকে ৬ গুণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বড় সংখ্যায় যদি পর্যটকরা ঘুরতে যান, তাহলে সেগুলিকে নিজেদের দেশের দিকে আকর্ষিত করার একটা বড় সুযোগ রয়েছে। সেটি হাতছাড়া করতে চাইছে না ইরান-কেনিয়ার মত দেশগুলি।