scorecardresearch
 

ITR Filing: চলে এল ডেডলাইন, ঘরে বসে এভাবে ভরুন আয়কর রিটার্ন

বিশেষজ্ঞদের মতে,আইটিআর রিটার্ন দাখিলের সময় আয় সংক্রান্ত সমস্ত তথ্য খুব সাবধানে দিতে হয়। আয় গোপনের চেষ্টা করলে আয়কর দফতরের নোটিস পেতে পারেন। 

Advertisement
ITR Filing- ঘরে বসেই আইটিআর ফাইল করুন। ITR Filing- ঘরে বসেই আইটিআর ফাইল করুন।
হাইলাইটস
  • ২০২২-২৩-এর জন্য রিটার্ন দাখিল করতে হচ্ছে করদাতাদের।
  • নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা দিতে হবে। 

প্রায় ফুরিয়ে এল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। ৩১ জুলাই আইটিআর জমা ফাইল করার শেষ তারিখ। আর্থিক বছর ২০২১-২২ বা অ্যাসেমেন্ট ইয়ার ২০২২-২৩-এর জন্য রিটার্ন দাখিল করতে হচ্ছে করদাতাদের। নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা দিতে হবে। 

বাড়ি থেকে অনলাইনে কী ভাবে রিটার্ন দাখিল? 

হাতে আর মাত্র কয়েক দিন। ঘরে বসে অনলাইনে সহজেই রিটার্ন জমা দেওয়া যায়। রিটার্ন দাখিল করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি। এতে রিটার্ন দাখিলের সময় ভুলভ্রান্তির অবকাশ থাকবে না। বিশেষজ্ঞদের মতে,আইটিআর রিটার্ন দাখিলের সময় আয় সংক্রান্ত সমস্ত তথ্য খুব সাবধানে দিতে হয়। আয় গোপনের চেষ্টা করলে আয়কর দফতরের নোটিস পেতে পারেন। 

ফর্ম ২৬এএস-এর সঙ্গে সমন্বয়

প্রথমে বছরের সমস্ত আয়ের উৎস এবং সঞ্চয় সংক্রান্ত সংগ্রহ করুন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, রিয়েল এস্টেট বিক্রি বা ব্যাঙ্ক আমানত থেকে আয়, এই সব ধরতে হবে।। কর ছাড়ের আবেদন করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ফর্ম 26AS-এর সঙ্গে আয় এবং TDS পরিমাণের মধ্যে অমিল হতে পারে। সেক্ষেত্রে ফর্ম 26AS-এ তথ্যটি ভুল হলে TDS রিটার্নে সংশোধন করতে হবে। 

সঠিক ITR ফর্ম নির্বাচন

সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করা করদাতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।  বিভিন্ন শ্রেণির উপর ভিত্তি করে সাত ধরনের আইটিআর ফর্ম রয়েছে। ITR-1, ITR-2, ITR-3 এবং ITR-4 ব্যক্তিদের জন্য প্রযোজ্য। করদাতাকে আয় ও শ্রেণির ভিত্তিতে ফর্ম নির্বাচন করতে হয়। আইটিআর ফর্মগুলি সঠিকভাবে নির্বাচন না করা হলে নোটিস পাঠায় আয়কর দফতর। 

রিটার্ন ফাইলের আগে যা করবেন- 

রিটার্ন দাখিল করার সময় করযোগ্য আয় নির্ধারণ করতে হবে। যদি থাকে তাহলে কতটা কর দিতে হবে সেই হিসাব কষে নিন। সুদ এড়াতে আয়কর রিটার্ন দাখিল করার আগে বকেয়া আয়কর পরিশোধ করতে হবে। এছাড়া জমা দেওয়ার আগে সমস্ত তথ্য একবার পরীক্ষা করে দেখুন। আপনি যদি কোনো তথ্য মিস করে থাকেন সেটা শুধরে নিন। মনে রাখবেন যে বছরে একাধিক নিয়োগকর্তার থেকে আয় করেছেন, যা বর্তমান নিয়োগকর্তাকে জানাননি সেক্ষেত্রে আয় ফর্ম 26AS-এ থাকবে না অতএব,আয়কর রিটার্নে সমস্ত নিয়োগকর্তাদের থেকে অর্জিত আয় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। 

Advertisement

যেভাবে আইটিআর ফাইল করবেন- 

- প্রথম লগইন করুন (https://eportal.incometax.gov.in/)। 
- ইউজার আইডি লিখে এবং কন্টিনিউ বিকল্প নির্বাচন করুন। 
- এবার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- লগইন করলে একটি নতুন পেজ খুলবে, এখানে আপনাকে ই-ফাইল বিকল্পে ক্লিক করতে হবে। 
- তার পর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন নির্বাচন করুন এবং বেছে নিন অ্যাসেসমেন্ট ইয়ার। 
- অনলাইন বিকল্প নির্বাচন করুন। তার পর পার্সোনাল অপশনে ক্লিক করুন।
-এর পর আইটিআর-১ বা আইটিআর-৪ অনুযায়ী ফর্মটি নির্বাচন করুন।
-বেতনভোগী হলে ITR-1 বিকল্পটি বেছে নিতে হবে। 
-আইটিআর রিটার্ন ফর্ম ডাউনলোড হলে ফিলিং টাইপ 139(1)-এ অরিজিনাল রিটার্ন নির্বাচন করুন।
-ওই ফর্মটি খুলবে। এতে সমস্ত তথ্য সঠিকভাবে লিখুন।
 -এবার অনলাইন প্রক্রিয়ায় ভেরিফাই করুন এবং আয়কর বিভাগে রিটার্নের হার্ড কপি পাঠান। 

আরও পড়ুন- একটার দামই ৮০,০০০! এই ৫ শেয়ারই ভারতের সবচেয়ে দামি স্টক

Advertisement