Jio Cheapest Plan for 28 Days: Jio সম্প্রতি তাদের বিভিন্ন রিচার্জ প্ল্যানের দর বাড়িয়েছে। তাতে অনেকেই একটু হলেও চাপে পড়েছেন। আসলে এই মূল্যবৃদ্ধির বাজারে অন্য জিনিসপত্রের মতো ডেটার দরও যে বেড়ে যাবে, তা আশা করেননি অনেকে। ফলে পকেটে বাড়তি টান পড়ছে রিচার্জ করতে গিয়ে। আর এখনকার দিনে অবস্থা এমনই যে, বাড়ির প্রত্যেকের হাতে একটি করে ফোন। আর সেই ফোনে নেট থাকাটা 'মাস্ট'। এমন পরিস্থিতিতে সবাইকেই অল্প টাকার হলেও রিচার্জ করতে হয়। তাছাড়া রিচার্জ না করে ফেলে রাখলে ইনকামিংও বন্ধ হয়ে যায়। তখন আরও সমস্যায় পড়তে হয়।
জিও-র এই দর বৃদ্ধির পর থেকে অনেকেই সবচেয়ে সস্তায় কোন প্ল্যানে রিচার্জ করা যায় তা খুঁজছেন। অনেকে ইতিমধ্যেই পেয়েও গিয়েছেন। আবার অনেকেই জানেন না যে, সেটাই সবচেয়ে সস্তার প্ল্যান কিনা।
তাই আসুন, আজকের এই প্রতিবেদনে, জিও-র ২৮ দিনের মেয়াদে সবচেয়ে সস্তার প্ল্যানের বিষয়ে জেনে নেওয়া যাক।
জিও-র ১৮৯ টাকার প্ল্যান(Jio 189 rupeed recharge plan):
জিও-র এই প্ল্যানে,
১. মেয়াদ: ২৮ দিনের।
২. কল: আনলিমিটেড।
৩. SMS: মোট ৩০০ টি মেসেজ পাঠাতে পারবেন।
৪. ডেটা: সম্পূর্ণ ২৮ দিনের মেয়াদে সব মিলিয়ে ২ জিবি ডেটা পাবেন।
কাদের জন্য এই প্ল্যান উপযুক্ত?
১. কারও কারও একটি ব্যাকআপ ফোন থাকে। তাতে রিচার্জের জন্য এটি ভাল অপশন।
২. অনেকে কেবলমাত্র ফোন করার জন্যই রিচার্জ করতে চান, ডেটার প্রয়োজন নেই, সেক্ষেত্রেও এই প্ল্যানটা উপযুক্ত।
৩. বাড়িতে অন্য কারও বেশি ডেটা প্ল্যান নেওয়া থাকলে বা বাড়িতে ওয়াইফাই থাকলে সেক্ষেত্রে এই প্ল্যানে রিচার্জ করে রাখতে পারেন।
এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল, এত ২ জিবি ডেটা পেয়ে যাবেন। এটি খুব কম হলেও, টুকটাক অনলাইন পেমেন্ট বা এমার্জেন্সির সময় কাজে লেগে যাবে।
ফলে যাঁরা এই বাজারে সস্তায় জিও-র রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি ভাল অপশন হতে পারে।