scorecardresearch
 

Metro Service In Kolkata During Durga Puja : পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা করল মেট্রো, দেখে নিন একনজরে

মেট্রো জানাচ্ছে সপ্তমী অষ্টমী ও নবমীতে (Saptami Ashtami Navami) আপ ও ডাউন মিলিয়ে চলবে ২০৪টি করে ট্রেন। এরমধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। পরিষেবা শুরু হবে সকাল ১০ থেকে। চলবে মধ্যরাত পর্যন্ত। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পুজোয় মেট্রোর পরিষেবা শুরু সকাল ১০টায়
  • তিন দিন পরিষেবা মধ্যরাত পর্যন্ত
  • জেনে নিন বিস্তারিত সময়সূচি

শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। দোরগোড়ায় দুর্গাপুজো (Durga Puja 2021)। এদিকে করোনা পরিস্থিতিতে ভিড় ও জমায়েতের ওপরে রয়েছে বিধিনিষেধ। আর সেই সমস্ত কোভিড বিধি মেনেই পুজোয় কমবেশি বেরোনর পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন উৎসবপ্রেমী মানুষ। এরই মাঝে পুজোয় ট্রেনের সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkat Metro Rail)। 

মেট্রো জানাচ্ছে সপ্তমী অষ্টমী ও নবমীতে (Saptami Ashtami Navami) আপ ও ডাউন মিলিয়ে চলবে ২০৪টি করে ট্রেন। এরমধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। পরিষেবা শুরু হবে সকাল ১০ থেকে। চলবে মধ্যরাত পর্যন্ত। 

সপ্তমী-অষ্টমী-নবমীর পরিষেবা একনজরে
দমদম-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
কবি সুভাষ-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
দমদম-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা
দক্ষিণেশ্বর-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা

দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ১০টা ৪৮ মিনিটে
দমদম-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ১১টায়
কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত্রি ১১টায়

তবে দশমীতে ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে মেট্রো। দশমীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৩৮টি ট্রেন। এর মধ্যে ১৩৫টি চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে। এদিনও পরিষেবা শুরু হবে সকাল ১০টায়।

দশমীর পরিষেবা একনজরে
দমদম-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
কবি সুভাষ-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
দমদম-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা
দক্ষিণেশ্বর-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা

দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ৯টা ১৮ মিনিটে
দমদম-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ৯টা ৩০ মিনিটে
কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত্রি ৯টা ৩০ মিনিটে

সপ্তমী-অষ্টমী নবমীতে ৬ মিনিটের ব্যবধানে মেট্রো চললেও দশমীতে পরিষেবা মিলবে ১০ মিনিট অন্তর। যাত্রীদের সমস্ত বোভিড বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোয় চাপার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। 

Advertisement

 

Advertisement