scorecardresearch
 

Kolkata Metro Time Table : লক্ষ্মীপুজোয় বাড়ল মেট্রো, জেনে নিন প্রথম ও শেষ ট্রেনের সময়

আগামী ২০ তারিখ চলবে ২১৪টি মেট্রো। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন আপ ও ডাউনে চলবে মোট ১০৭টি করে ট্রেন। ২১৪টি ট্রেনের মধ্যে ১৫১টি চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। সেইদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত্রি সাড়ে ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কোজাগরী লক্ষ্মীপুজোয় সকাল সাড়ে ৭টায় শুরু মেট্রো পরিষেবা
  • পরিষেবা মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত
  • ব্যস্ত সময়ে ৭ মিনিটের ব্যবধানে পরিষেবা

চলে এল কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Laxmi Puja 2021)। সেই উপলক্ষ্যে আগামী ২০ তারিখ চলবে ২১৪টি মেট্রো। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন আপ ও ডাউনে চলবে মোট ১০৭টি করে ট্রেন। ২১৪টি ট্রেনের মধ্যে ১৫১টি চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। সেইদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত্রি সাড়ে ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা। 

প্রথম পরিষেবা
সকাল সাড়ে ৭টায় দমদম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো
সকাল সাড়ে ৭টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো
সকাল সাড়ে ৭টায় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো
সকাল সাড়ে ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো

শেষ পরিষেবা
রাত্রি ৯টা ১৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে শেষ মেট্রো
রাত্রি সাড়ে ৯টায় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে শেষ মেট্রো
রাত্রি সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে শেষ মেট্রো

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালে ও সন্ধ্যেবেলায় ব্যস্ত সময়ে ৭ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা। তবে ইস্ট-ওয়েস্টের (East-West Metro) পরিষেবায় কোনওরকম পরিবর্তন আনা হয়নি বলেই জানাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত সদ্য সমাপ্ত দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে ২০৪টি করে এবং দশমীতে ১৩৮টি ট্রেন চালিয়েছিল মেট্রো। 

 

Advertisement