scorecardresearch
 

LIC Bima Sakhi Scheme: LIC-তে নতুন স্কিমে মেয়েদের প্রশিক্ষণ, কাজের সুযোগ, কামাই ২ লক্ষ, কীভাবে আবেদন?

LIC Bima Sakhi Scheme: LIC-র বিমা সখী প্রকল্প চালু হয়েছে। এই স্কিমের অধীনে ৩ বছরে সারা দেশ থেকে ২ লক্ষ বিমা সখী প্রস্তুত করা হবে। এই সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালে প্রতি মাসে তাদের টাকা দেওয়া হবে। এই প্রকল্প থেকে মহিলারা কী কী সুবিধা পাবেন, তারা কত স্টাইপেন্ড পাবেন এবং কীভাবে স্কিমের জন্য আবেদন করবেন, চলুন তা জেনে নেওয়া যাক।

Advertisement
 প্রতি মাসে প্রশিক্ষণের সময়ও পাবেন টাকা প্রতি মাসে প্রশিক্ষণের সময়ও পাবেন টাকা

LIC Bima Sakhi Scheme: LIC-র বfমা সখী স্কিম (LIC Bima Sakhi Scheme) লঞ্চ হয়েছে। হরিয়ানার পানিপথে এই স্কিম চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পটি চালু করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে গত দশ বছর ধরে  LIC মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য কাজ করছে। LIC দ্বারা মহিলাদেরও চাকরি দেওয়া হচ্ছে। LIC শাখার ৫০ শতাংশেরও বেশি গ্রামীণ এলাকায়। সারাদেশে তিন হাজার আটশোর বেশি  শাখায় বিমা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৭ সালে, LIC তে ৬ লক্ষ মহিলা এজেন্ট ছিলেন এবং এখন তাদের সংখ্যা বেড়ে ৭.৪ লক্ষ হয়েছে। এলআইসি-তে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণের মধ্যে বিমা সখী প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩ বছরে ২ লাখ বিমা সখী প্রস্তুত করা হবে
অর্থমন্ত্রী বলেন, আগামী তিন বছরে সারাদেশ থেকে দুই লাখ বিমা সখী প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। তাদের ৩ বছর প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ সরকার করবে। প্রশিক্ষণের পর মহিলারা পরীক্ষা দিয়ে ডেভলপমেন্ট আধিকারিক হতে পারবেন। ১৮ থেকে ৭০ বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। 

প্রশিক্ষণের সময় আপনি প্রতি মাসে আয় করবেন
অর্থমন্ত্রী বলেন, সারাদেশ থেকে প্রশিক্ষিত বিমা  সখীদের প্রশিক্ষণের সময় স্টাইপেন্ড  দেওয়া হবে। প্রথম বছরে, মহিলাদের প্রতি মাসে ৭,০০০ টাকা দেওয়া হবে। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে, প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়া হবে। এই ভাবে ৩ বছরে মহিলারা ২ লক্ষ টাকার বেশি আয় করবেন। এরসঙ্গে , তিনি তার কমিশনের মাধ্যমে নিজের আয় বাড়াতে পারেন।

আরও পড়ুন

আবেদনের শর্তাবলী
শুধুমাত্র মহিলারা বিমা সখী স্কিমের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য, তাদের অবশ্যই ম্যাট্রিকুলেশন/হাই স্কুল/দশম পাস সার্টিফিকেট থাকতে হবে। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। যোগ্য নারীদের সরকার তিন বছরের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণের পর মহিলারা বিমা এজেন্ট হিসেবে কাজ করবেন।

Advertisement

কীভাবে আবেদন করতে হবে

  • LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://licindia.in/test2 -এ  যান। 
  •  স্ক্রোল করুন নিচে যান, নিচে আপনি Click here for Bima Sakh  অপশন পাবেন, এটিতে ক্লিক করুন।
  • এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন যেমন নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানা ইত্যাদি।
  • আপনি যদি LIC ইন্ডিয়ার কোনও এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/চিকিৎসা পরীক্ষকের সঙ্গে  সম্পর্কিত হন, তাহলে সেই তথ্য প্রদান করুন।
  • অবশেষে ক্যাপচা কোডটি পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

Advertisement