LPG Cylinder Price Hike: প্রতি মাসের প্রথম তারিখে তেল সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে। এমনকি ১ জুন, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু এবার ৪ জুলাই গ্যাস সিলিন্ডারের দাম ফের বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। এবার তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৭ টাকা বাড়িয়েছে। এবার ১ জুলাই গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুসারে, দেশের রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৭৩ টাকা থেকে বেড়ে ১,৭৮০ টাকা হল। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম এখন ১১০৩ টাকা।
চার মাস পর ৭ টাকা বৃদ্ধি
দেশের তেল বিপণন সংস্থাগুলি বিগত চার মাস ধরে ক্রমাগত গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে গ্রাহকদের স্বস্তি দিয়েছে। তবে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের ৭ টাকা বেড়েছে। ১ মার্চ, ২০২৩-এ দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২১১৯.৫০ টাকা। এরপর এপ্রিলে তা কমে হয় ২০২৮ টাকা, মে মাসে আরও কিছুটা কমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৫৬.৫০ টাকা হয়। গত মাসে ১ জুনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা কমে ১,৭৭৩ টাকা হয়েছিল। এবার চার মাস পর সিলিন্ডারের দাম বেড়েছে ৭ টাকা।
চার মেট্রো শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম
এবার এক নজরে দেখে নিন দেশের চার মেট্রো শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পরিবর্তিত দাম।
• দিল্লি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৭৮০ টাকা।
• ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় এখন ১৯০২.৫০ টাকা।
• মুম্বইয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে ১৭৪০.৫০ টাকা।
• ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম চেন্নাইতে এখন ১৯৫২ টাকা।