৭ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কোভিডের সংক্রমণ কমায় পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে কোভিড পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। তাই কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে পরীক্ষার্থীদের।
মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। যা মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে রেকর্ড। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৫,০০,০৫৯ এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৬,২৬,৮০৪। করোনা আবহে বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্র। মোট ৪১৯৪ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে। শনিবার সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। যে নিয়ম মানতে হবে বলে ঘোষণা করেন তিনি-
পরীক্ষার্থীদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা দেওয়ার জন্য আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সঙ্গে করে নিয়ে যেতে হবে। বিদ্যালয়ের কোনও সম্পত্তির ক্ষতি হলে তার দায় বর্তাবে অভিভাবকের উপরে। আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।
আরও পড়ুন- কুলতলিতে দুই কোলের সন্তানকে নিয়ে আত্মঘাতী মা! পারিবারিক চাপে?