scorecardresearch
 

Madhyamik Exam Guidelines: অফলাইনে মাধ্যমিক, কী নিয়ম মানতে হবে? জানুন পর্ষদের গাইডলাইন

West Bengal Madhyamik Examination 2022: সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। কোভিড কমায় অফলাইনেই হবে পরীক্ষা।

Advertisement
সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা।
হাইলাইটস
  • সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক।
  • কী বিধি অফলাইনে পরীক্ষা?
  • শনিবার সাংবাদিক বৈঠক করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

৭ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কোভিডের সংক্রমণ কমায় পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে কোভিড পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। তাই কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে পরীক্ষার্থীদের। 


মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। যা মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে রেকর্ড। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৫,০০,০৫৯  এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৬,২৬,৮০৪। করোনা আবহে বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্র। মোট ৪১৯৪ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে। শনিবার সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। যে নিয়ম মানতে হবে বলে ঘোষণা করেন তিনি-  

  • পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক পরা বাধ্যতামূলক।
  • মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি।
  • পরীক্ষা কেন্দ্রে থাকবে আলাদা আইসোলেশন কেন্দ্র।
  • অসুস্থ হলে সেখানে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানালেন, শুধু করোনার কথাই কেন ভাবছেন। এই সময় পক্সও হয়। প্রতিবছরই এই ধরনের ব্যবস্থা রাখা হয়।
  • পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালেও বন্দোবস্ত থাকবে পরীক্ষা দেওয়ার।
  • পরীক্ষা দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত। 
  • পরীক্ষার শুরু ১৫ মিনিট আগে, ১১.৪৫-এ প্রশ্নপত্র।
  • যে সব জায়গায় গণ্ডগোলের আশঙ্কা রয়েছে, সেখানে বন্ধ থাকবে নেট। 
  • ২৪ ফেব্রুয়ারি থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। 
     

 

Madhyamik 2022: কন্ট্রোল রুমের নম্বর।
কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর।


পরীক্ষার্থীদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা দেওয়ার জন্য আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সঙ্গে করে নিয়ে যেতে হবে। বিদ্যালয়ের কোনও সম্পত্তির ক্ষতি হলে তার দায় বর্তাবে অভিভাবকের উপরে। আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।  

Advertisement

আরও পড়ুন- কুলতলিতে দুই কোলের সন্তানকে নিয়ে আত্মঘাতী মা! পারিবারিক চাপে?

Advertisement