scorecardresearch
 

MSP Hike: ধান-বাজরা-ভুট্টা সহ এই ১৪ খরিফ ফসলের MSP বৃদ্ধি, কত লাভ কৃষকদের? দেখে নিন তালিকা

MSP Hike: কেন্দ্রীয় মন্ত্রিসভা ধান, রাগি, বাজরা, জোয়ার, ভুট্টা এবং তুলা সহ ১৪টি খরিফ মরশুমের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) অনুমোদন করেছে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে। এবার প্রতি কুইন্টালে ২৩০০ টাকা উপার্জন করবেন কৃষকরা।

Advertisement
খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র

MSP Hike: টানা তৃতীয়বার সরকার গঠনের সঙ্গে সঙ্গে  কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জন্য তাদের কোষাগার খুলে দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে, সরকার ধান, রাগি, বাজরা, জোয়ার, ভুট্টা এবং তুলা সহ ১৪টি খরিফ ফসলের এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

১৪টি খরিফ ফসলের জন্য MSP বাড়ানো হয়েছে
মন্ত্রিসভার বৈঠকের পরে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সংবাদিক সম্মেলনে বলেন, "আজকের মন্ত্রিসভায় কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষকদের কল্যাণে নেওয়া সিদ্ধান্ত। খরিফ মরশুমের জন্য, মন্ত্রিসভা ১৪টি ফসলের অনুমোদন দিয়েছে। ধানের জন্য নতুন এমএসপি প্রতি কুইন্টাল ২,৩০০ টাকা অনুমোদিত হয়েছে , যা গত বছরের তুলনায় ১১৭ টাকা বেশি।  তুলোর জন্য ৫০১টাকা বৃদ্ধি করা হয়েছে।"

 

কোন ফসলের MSP কত বৃদ্ধি পেয়েছে?

  • ধানের MSP হবে প্রতি কুইন্টাল ২৩০০ টাকা যা গত বছরের তুলনায় ১১৭ টাকা বেশি।
  • অড়হড় ডালের  এমএসপি প্রতি কুইন্টাল ৭৫৫০ টাকা হবে যা গত বছরের তুলনায় ৫৫০ টাকা বেশি।
  • বিউলির ডালের এমএসপি প্রতি কুইন্টাল ৭৪০০ টাকা হবে যা গত বছরের তুলনায় ৪৫০ টাকা বেশি।
  • মুগের এমএসপি প্রতি কুইন্টাল ৮৬৮২ টাকা হবে যা গত বছরের তুলনায় ১২৪ টাকা বেশি।
  • চিনাবাদামের এমএসপি প্রতি কুইন্টাল ৬৭৮৩ টাকা হবে, যা গত বছরের তুলনায় ৪০৬ টাকা বেশি।
  • তুলোর MSP হবে প্রতি কুইন্টাল ৭১২১ টাকা, যা গত বছরের তুলনায় ৫০১ টাকা বেশি।
  • জোয়ারের MSP হবে প্রতি কুইন্টাল ৩৩৭১ টাকা, যা গত বছরের তুলনায় ১৯১ টাকা বেশি।
  • বাজরার MSP হবে প্রতি কুইন্টাল ২৬২৫ টাকা, যা গত বছরের তুলনায় ১২৫ টাকা বেশি।
  • ভুট্টার MSP হবে প্রতি কুইন্টাল ২২২৫ টাকা যা গত বছরের তুলনায় ১৩৫ টাকা বেশি।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে মন্ত্রিসভা মহারাষ্ট্রে ৭৬ হাজার কোটি টাকার ওয়াধাওয়ান বন্দর প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কৃষকদের কল্যাণের দিকে নজর দেওয়া হয়েছে। 

Advertisement

Advertisement