scorecardresearch
 

বেআইনি লেনদেনের মামলায় SEBI-র কোপে মুকেশ আম্বানি! জরিমানা ১৫ কোটি টাকা

১৩ বছর আগের বেআইনি লেনদেনের মামলায় Reliance Industries-এর ২৫ কোটি টাকা এবং মুকেশ আম্বানির ১৫ কোটি টাকার জরিমানা করা হল।

Advertisement
Reliance Industries-এর ২৫ কোটি টাকা এবং মুকেশ আম্বানির ১৫ কোটি টাকার জরিমানা করা হল। Reliance Industries-এর ২৫ কোটি টাকা এবং মুকেশ আম্বানির ১৫ কোটি টাকার জরিমানা করা হল।
হাইলাইটস
  • মুকেশ আম্বানি এবং Reliance Industries-এর উপর জরিমানার নির্দেশ দিল SEBI।
  • বেআইনি লেনদেনের মামলায় একই কারণে জরিমানা করা হয়েছে Navi Mumbai SEZ এবং Mumbai SEZ-কে।
  • এই বেআইনি লেনদেনে প্রভাব পড়েছিল শেয়ারের দামে, ক্ষতি হয়েছিল লগ্নিকারীদের।

মুকেশ আম্বানি এবং Reliance Industries-এর উপর জরিমানার নির্দেশ দিল বাজার নিয়ন্ত্রক ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (SEBI)। ১৩ বছর আগে, ২০০৭ সালে বেআইনি ভাবে রিলায়েন্স পেট্রোলিয়ামের (Reliance Petroleum) শেয়ার হাত বদলের অভিযোগে Reliance Industries এবং মুকেশ আম্বানিকে দোষী সাব্যস্ত করে SEBI-র অ্যাড জুডিকেটিং অফিসার বি জে দিলীপ। Reliance Industries-এর ২৫ কোটি টাকা এবং মুকেশ আম্বানির ১৫ কোটি টাকার জরিমানা করা হল।

মুকেশ আম্বানি এবং Reliance Industries-এর পাশাপাশি ১৩ বছর আগের এই বেআইনি লেনদেনের মামলায় একই কারণে জরিমানা করা হয়েছে Navi Mumbai SEZ এবং Mumbai SEZ-কে। Navi Mumbai SEZ এবং Mumbai SEZ-এর জরিমানার অঙ্ক যথাক্রমে ২০ কোটি টাকা এবং ১০ কোটি টাকা।

১৩ বছর আগের মামলার ৯৫ পাতার রায়ে SEBI-র অ্যাড জুডিকেটিং অফিসার বি জে দিলীপ জানান, মোট ১২টি সংস্থার সঙ্গে চুক্তি করে এই বেআইনি লেনদেনে প্রভাব পড়েছিল শেয়ারের দামে, ক্ষতি হয়েছিল লগ্নিকারীদের। তিনি জানান, ওই লেনদেন যে ভাবে করা হয়েছিল, তা বাজারে স্বার্থের পরিপন্থী। তাই ওই লেনদেন বেআইনি। এই ধরনের লেনদেনের ফলে শেয়ারে লগ্নিকারীদের আস্থা নষ্ট হয়। ২০০৭ সালে মার্চ মাসে RPL-এর ৪.১ শতাংশ বিক্রি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল Reliance। এ দিকে ওই বছরের নভেম্বরে ওই সংস্থাটির শেয়ার বাজারে আগাম লেনদেন হয়েছিল। 

দীর্ঘ তদন্তের পর SEBI ২০১৭ সালে নির্দেশ দেয় Reliance Industries পরবর্তী এক বছর শেয়ারবাজারে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ডেরিভেটিভ লেনদেন করতে পারবে না। ওই বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত ১২টি সংস্থাকে একই নির্দেশ দেয় SEBI। এর পাশাপাশি অন্যায় ভাবে অর্জিত ৪৪৭ কোটি টাকা ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে বলা হয় Reliance Industries-কে। এই মামলার রায়েই মুকেশ আম্বানি এবং Reliance Industries-কে সম মিলিয়ে ৪০ কোটি টাকা জরিমানা দিতে বলেছে ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (SEBI)।
 

Advertisement

Advertisement