scorecardresearch
 

Nazrul Tirtha Metro Station: নিউটাউন থেকে কলকাতা বিমানবন্দর মেট্রোয়, আর মিস হবে না ফ্লাইট

অরেঞ্জ লাইনের কবি সুভাষ-জয় হিন্দ (বিমানবন্দর) করিডোরে নজরুল তীর্থ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে। নিউ টাউনের নজরুল তীর্থ এলাকায় এই স্টেশনটি উঠতে চলেছে। একবার চালু হয়ে গেলে, এই স্টেশনটি আগামী দিনে হাজার হাজার যাত্রী এবং অফিসগামীদের সেবা করতে চলেছে৷ নজরুল তীর্থ মেট্রো স্টেশন নিয়ে এবার আশার কথা শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • অরেঞ্জ লাইনের কবি সুভাষ-জয় হিন্দ (বিমানবন্দর) করিডোরে নজরুল তীর্থ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে।
  • নিউ টাউনের নজরুল তীর্থ এলাকায় এই স্টেশনটি উঠতে চলেছে।

অরেঞ্জ লাইনের কবি সুভাষ-জয় হিন্দ (বিমানবন্দর) করিডোরে নজরুল তীর্থ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে। নিউ টাউনের নজরুল তীর্থ এলাকায় এই স্টেশনটি উঠতে চলেছে। একবার চালু হয়ে গেলে, এই স্টেশনটি আগামী দিনে হাজার হাজার যাত্রী এবং অফিসগামীদের সেবা করতে চলেছে৷ নজরুল তীর্থ মেট্রো স্টেশন নিয়ে এবার আশার কথা শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  

এই স্টেশনের কংক্রিটিংয়ের কাজ প্রায় শেষ। স্টেশনের ছাদ ঢেকে দেওয়ার কাজ প্রায় শেষ। মেঝে গ্রানাইট দিয়ে আবৃত করা হয়েছে। নজরুল তীর্থ মেট্রো স্টেশনে অত্যাধুনিক যাত্রী সুবিধা দেওয়া হচ্ছে। এই স্টেশনে ৮টি এসকেলেটর, ৪টি লিফট দেওয়া হবে৷ এগুলি ছাড়াও এখানে ৮টি সিঁড়িও পাওয়া যাবে। এই মেট্রো স্টেশন থেকে বিমানবন্দর যাওয়া যাবে সহজেই।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে এই মেট্রো স্টেশনটি ১৮০ মিটার লম্বা করা হচ্ছে। তার মধ্যে টিকিট কাউন্টারও থাকছে। অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও থাকছে এই প্লাটফর্মে। এই মেশিনের মাধ্যমে যাত্রীরা প্রয়োজনে নিজে থেকেই টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে কাউন্টারের সামনে আর যাত্রীদের দাঁড়াতে হবে না। 

আরও পড়ুন

থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যাত্রীদের সুবিধার্থে জরুরী আলোর ব্যবস্থা, দৃষ্টিহীনদের জন্য স্পর্শকাতর ফ্লোর ইন্ডিকেটর-সহ আরও কিছু অতিরিক্ত সুবিধা।

 

Advertisement