scorecardresearch
 

এই নম্বরে মিসড কল দিলেই মিলবে রান্নার গ্যাসের কানেকশন

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে গ্রাহকদের বাড়িতে বসেই Double Bottle Connection (DBC)- এর সুবিধাও দেওয়া হচ্ছে। এর ফলে যাঁদের ১টি সিলিন্ডারের প্ল্যান রয়েছে, তাঁরা সেটিকে ডবল ডিলিন্ডারের প্ল্যানে রূপান্তরিত করতে পারবেন। আর যদি কোনও গ্রাহক দ্বিতীয় সিলিন্ডারটি ১৪.২ কিলোর নিতে না চান, তাহলে তিনি ৫ কিলোর ছোট সিলিন্ডারও নিতে পারবেন। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মিসড কলেই মিলবে গ্যাসের নয়া কানেকশন
  • সারা দেশেই মিলছে এই পরিষেবা
  • চালু করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

এবর আর রান্নার গ্যাসের কানেকশান (New LPG Connection) নিতে ডিস্ট্রিবিউটারের অফিসে যেতে হবে না। মাত্র একটি মিসড কলের মাধ্যমেই পেতে পারেন রান্নার গ্যাসের কানেকশন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান (IOC) শুরু করল এই পরিষেবা। 

কোন নম্বরে মিসড কল?
এর জন্য 8454955555 নম্বরে দিতে হবে মিসড কল। তাছাড়া সিলিন্ডার পুনরায় ভরান বা রিফিল করতে চাইলেও মিসড কল দিতে হবে ওই নম্বরেই। রেজিস্টার্ড নম্বর থেকে এই নম্বরে মিসড কল দিলেই হয়ে যাবে কাজ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান এস এম বৈদ্য সোমবার এই পরিষেবার সূচনা করেন। সংস্থার তরফে জানান হয়েছে, দেশের যে কোনও প্রান্তের মানুষ এই সুবিধা পেতে পরেন। এর আগে জানুয়ারি মাসে দেশের কিছু শহরে এই পরিষেবা শুরু হয়। আর এবার গোটা দেশের জন্য এই পরিষেবা শুরু করল সংস্থা। 

বাড়িতে বসেই ডিবিসি পরিষেবা
এছাড়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে গ্রাহকদের বাড়িতে বসেই Double Bottle Connection (DBC)- এর সুবিধাও দেওয়া হচ্ছে। এর ফলে যাঁদের ১টি সিলিন্ডারের প্ল্যান রয়েছে, তাঁরা সেটিকে ডবল ডিলিন্ডারের প্ল্যানে রূপান্তরিত করতে পারবেন। আর যদি কোনও গ্রাহক দ্বিতীয় সিলিন্ডারটি ১৪.২ কিলোর নিতে না চান, তাহলে তিনি ৫ কিলোর ছোট সিলিন্ডারও নিতে পারবেন। 

বুকিং-এর আরও কিছু পদ্ধতি
8454955555 নম্বরে মিসড কল ছাড়াও, সিলিন্ডার বুকিং ও রিফিলিং-এর আরও কিছু পদ্ধতি আছে। যেমন-
এলপিজি সিলিন্ডার ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে (বিবিপিএস) রিফিল করা যায়। 
ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in - এর মাধ্যমেও বুকিং করা যায়। 
গ্রাহক 7588888824 হোয়াটসঅ্যাপ করেও সিলিন্ডার রিফিল করাতে পারেন।
7718955555 নম্বরে এসএমএস বা আইভিআরএস-এর মাধ্যমেও বুকিং করা যায়। 
তাছাড়া Amazon Alexa এবং  Paytm - এর মাধ্যমেও বুক করা যায় সিলিন্ডার। 

Advertisement


 

Advertisement