scorecardresearch
 

স্বাধীনতা দিবসে এল Ola Electric Scooter, জানেন কত দাম?

ওলার এস ১ প্রো-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার। সিঙ্গল চার্চে এই স্কুটার ১৮১ কিলোমিটার পর্যন্ত যাবে। ওলা স্কুটার এস ১-র এক্স শোরুম দাম ৯৯,৯৯৯ টাকা। আর এস ১ প্রো-র দাম ১,২৯,৯৯৯ টাকা।  এই স্কুটারের কমিনিকেশান টেকনোলজি দারুণ। এমনকী মালিক গাড়ির কাছাকাছি পৌঁছলে চাবি ছাড়া, শুধুমাত্র সেন্সরের মাধ্যে এটি চালু হয়ে যাবে।

Advertisement
ওলা স্কুটার ওলা স্কুটার
হাইলাইটস
  • ওলা আনল ইলেকট্রিক স্কুটার
  • রয়েছে ২টি ভ্যারিয়ান্ট
  • মিলবে ১০টি রঙে

দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। অবশেষে আনুষ্ঠানিকভাবে এল ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)। নতুন এই স্কুটারে বেশকিছু বিশেষত্ব রয়েছে বলে দাবি সংস্থার। ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বড় সংশয় হল গতির বিষয়ে। সেক্ষত্রে ওলা স্কুটারে শূন্য থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ মাত্র ৩ সেকেন্ডে তোলা যায় বলে জানা যাচ্ছে। 

সংস্থার সিইও ভবেশ আগরওয়াল জানান, ওলা ভারতে পৃথিবীর সবচেয়ে বড় টু-হুইলার কারখানা তৈরি করবে। তাঁর দাবি এই স্কুটার বেস্ট ডিজাইন ও বেস্ট টেকনোলজির। এর মূলত ২টি ভ্যারিয়ান্ট রয়েছে, এস ১ (Ola S1) এবং এস ১ প্রো (Ola S1 Pro)। তিনি আরও বলেন, বাড়িতে এই স্কুটার ৬ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ করা যায়। তবে ওলার চার্জিং সেন্টারে মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যায় এই স্কুটার। সংস্থার তরফে জানান হয়েছে, দ্রুত চার্জ করার জন্য সারা দেশে চার্জিং পয়েন্ট খোলা হবে।

কত দাম?
ওলার এস ১ প্রো-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার। সিঙ্গল চার্চে এই স্কুটার ১৮১ কিলোমিটার পর্যন্ত যাবে। ওলা স্কুটার এস ১-র এক্স শোরুম দাম ৯৯,৯৯৯ টাকা। আর এস ১ প্রো-র দাম ১,২৯,৯৯৯ টাকা।  এই স্কুটারের কমিনিকেশান টেকনোলজি দারুণ। এমনকী মালিক গাড়ির কাছাকাছি পৌঁছলে চাবি ছাড়া, শুধুমাত্র সেন্সরের মাধ্যে এটি চালু হয়ে যাবে। এতে রয়েছে লাইভ লোকেশান ট্র্যাফিক মনিটরিং সিস্টেম। তাছাড়া এটিকে পুরোপরি রিমোটের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এর বিক্রি। আর ডেলিভারি দেওয়া হবে অক্টোবর থেকে। 

কতগুলি রঙ?
সংস্থার তরফে জানা হয়েছে মোট ১০টি রঙে আসবে ওলার স্কুটার (Ola Scooter)। সিটের নিচে যা জায়গা থাকবে তাতে একসঙ্গে ২টি হেলমেট রাখা যাবে বলে জানা যাচ্ছে। স্কুটারের বুকিং শুরু হয় ৪৯৯ টাকায়। বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই সংখ্যাটা ১ লক্ষ ছাড়িয়ে যায়। 

Advertisement


 

Advertisement