scorecardresearch
 

Petrol Diesel Today Rate : একাধিক শহরে পেট্রোল-ডিজেল ১০০ টাকার নীচে, কলকাতায় কত?

দীপাবলি থেকেই স্থির হয়ে রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। দেখে নেওয়া যাক কলকাতা (KoljataO সহ দেশের প্রধান ৪ শহরে এদিন পেট্রোল-ডিজেলের লিটার প্রতি দাম (Petrol Diesel Today Rate) কত। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত
  • কলকাতায় লিটার প্রতি পেট্রোল ১০৪.৬৭
  • ডিজেল লিটার প্রতি ৮৯.৭৯ টাকা

আন্তর্জাতিক বাজারে কাঁচাতেলের দাম পড়তে দেখা যাচ্ছে। কিন্তু, ভারতে তেলের দামে কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। আজ সোমবারও জ্বালানির দাম একই রেখেছ তেল সংস্থাগুলি। দীপাবলি থেকেই স্থির হয়ে রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। দেখে নেওয়া যাক কলকাতা (Kolkata) সহ দেশের প্রধান ৪ শহরে এদিন পেট্রোল-ডিজেলের লিটার প্রতি দাম (Petrol Diesel Today Rate) কত। 

 

শহর          পেট্রোল       ডিজেল
দিল্লি            ১০৩.৯৭       ৮৬.৬৭
মুম্বই            ১০৯.৯৮       ৯৪.১৪
কলকাতা      ১০৪.৬৭       ৮৯.৭৯
চেন্নাই           ১০১.৪০        ৯১.৪৩

তবে দেশের প্রধান এই ৪ শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার ওপরে থাকলেও আরও বেশকিছু শহর রয়েছে যেখানে বর্তমানে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে। দেখা নেওয়া যাক সেই সমস্ত শহরে জ্বালানির দাম। 
  
শহর            পেট্রোল      ডিজেল
রাঁচি              ৯৮.৫২        ৯১.৫৬
লখনউ          ৯৫.২৮        ৮৬.৮০
দেরাদুন        ৯৯.৪১          ৮৭.৫৬
দমন            ৯৩.০২          ৮৬.৯০
পানাজি        ৯৬.৩৮         ৮৭.২৭
পোর্ট ব্লেয়ার  ৮২.৯৬          ৭৭.১৩
নয়ডা           ৯৫.৫১            ৮৭.০১

প্রসঙ্গত, নিয়মিতভাবেই আপডেট করা হয় পেট্রোল-ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা একটি মাত্র এসএমএস-এর মাধ্যমে জেনে নিতে পারেন নিজের শহরের জ্বালানির দাম। তার জন্য নিজের শহরের আরএসপি কোড লিখে 9224992249 নম্বরে পাঠাতে হবে গ্রাহকদের। নিজের শহরের আরএসপি কোড জানতে ক্লিক করুন এখানে।

Advertisement

 

Advertisement