৯ দিনে আটবার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। যার জেরে জেরবার সাধারণ মানুষ। কোথায় গিয়ে এই দাম থামবে তা নিয়ে কার্যত সবাই ধোঁয়াশায়। সরকারের তরফে এক সময় সাধারণ মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল, তেলের দাম বাড়বে না। অথচ তা বাস্তবায়িত হয়নি। প্রতিদিনই দাম বৃদ্ধি পাচ্ছে।
একনজরে দেখে নেব কবে কত দাম বেড়েছে?
২২ মার্চ, ২৩ মার্চ ৮০ পয়সা, ২৫ মার্চ ৮০ পয়সা, ২৬ মার্চ ৮০ পয়সা, ২৭ মার্চ ৫০ পয়সা, ২৮ মার্চ ৩০ পয়সা, ২৯ মার্চ ৮০ পয়সা, ৩০ মার্চ ৮০ পয়সা।
অর্থাৎ ৯ দিনে ৮ বার দাম বেড়েছে পেট্রলের। দাম বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা প্রতি লিটারে। নির্বাচনের পর প্রতিদিন তা বাড়ছে। এখন এক লিটারের দাম ১০১ টাকা।
নির্বাচনের পর থেকে প্রতিদিন দাম বেড়েই চলেছে। এখন তা হয়ে গেছে ১০১ টাকা। দেশে নির্বাচনের সময় ৪ মাসের বেশি পেট্রল-ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি। কিন্তু ফলাফল আসতেই দাম লাগামহীন।
আরও পড়ুন : RRR Movie : এক সপ্তাহেই বাহুবলির রেকর্ড ভাঙল হিন্দি RRR, কত আয় জানেন?
নভেম্বর-২০২১ সালে যখন অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮২ ডলার। এরপর শেষবার পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে সরকার। এরপর ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রুশ-ইউক্রেন যুদ্ধ। তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৮ ডলার পর্যন্ত ছিল। এরপর, যুদ্ধের সময় ৮ মার্চ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩০ ডলারে উঠে আসে।
অর্থাৎ পাঁচ মাসের মধ্যে ব্যারেল প্রতি প্রায় ২৮ ডলার বেড়েছে অপরিশোধিত তেলের দাম। কিন্তু এই পাঁচ মাসে এক পয়সাও দাম বাড়ায়নি পেট্রল কোম্পানিগুলো। একমাত্র কারণ ছিল পাঁচটি রাজ্যে নির্বাচন চলছিল। এখন নির্বাচন শেষ, ক্রমাগত দাম বাড়ছে। এখন প্রশ্ন হল দাম আরও কতটা বাড়বে?
এক্ষেত্রে বিভিন্ন সরকারি সূত্র সামনে আসছে।
১ নম্বর সরকারি সূত্র অনুসারে, পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ১২ থেকে ১৪ টাকা বাড়তে পারে৷
ক্রিসিল রিসার্চের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যদি গড় অপরিশোধিত তেলের দাম $১০০ থেকে যায়, তবে দাম প্রতি লিটারে ৯-১২ টাকা বাড়তে পারে। কিন্তু অপরিশোধিত তেলের গড় দাম $১১০-১২০ হলে প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়াতে হবে।
কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তেল বিপণন সংস্থাগুলিকে অপরিশোধিত তেলের দাম ১০০ থেকে ১২০ ডলার দিতে হতে পারে। সেক্ষেত্রে পেট্রলের দাম ১০ থেকে ২২ টাকা এবং ডিজেলের দাম ১৩ থেকে ২৪ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। সেই অনুসারে, পেট্রল ১৭ টাকা এবং ডিজেলের দাম ১৯ টাকা পর্যন্ত বাড়তে পারে।