scorecardresearch
 

Post Office TD: ৫ বছর, ৫ লাখ টাকা... কত রিটার্ন? হিসাব দেখুন

নিরাপদ বিনিয়োগে ভালো রিটার্ন খুঁজছেন? তাহলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম মাথায় রাখতে পারেন। ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও স্থায়ী আমানত বা এফডি করা যায়। এখানে সুদের হারও মন্দ নয়। অনেক সময় ব্যাঙ্কের তুলনায় বেশি রেটও থাকে। মাত্র ৫০০ টাকা দিয়ে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। মধ্যবিত্তদের বিনিয়োগ শুরুর জন্য এটা আদর্শ।

Advertisement
পোস্ট অফিস টিডি ক্যালকুলেটর। পোস্ট অফিস টিডি ক্যালকুলেটর।
হাইলাইটস
  • নিরাপদ বিনিয়োগে ভালো রিটার্ন খুঁজছেন? তাহলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম মাথায় রাখতে পারেন।
  • ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও স্থায়ী আমানত বা এফডি করা যায়।
  • এখানে সুদের হারও মন্দ নয়। অনেক সময় ব্যাঙ্কের তুলনায় বেশি রেটও থাকে।

নিরাপদ বিনিয়োগে ভালো রিটার্ন খুঁজছেন? তাহলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম মাথায় রাখতে পারেন। ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও স্থায়ী আমানত বা এফডি করা যায়। এখানে সুদের হারও মন্দ নয়। অনেক সময় ব্যাঙ্কের তুলনায় বেশি রেটও থাকে। মাত্র ৫০০ টাকা দিয়ে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। মধ্যবিত্তদের বিনিয়োগ শুরুর জন্য এটা আদর্শ।

পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD): বেশি সুদে লাভজনক বিনিয়োগ

পোস্ট অফিসে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (TD) একটি চমৎকার স্কিম। এতে সুদের হার ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। ব্যাঙ্ক এফডির তুলনায় অনেকটাই বেশি। মাত্র ১০০০ টাকায় এই অ্যাকাউন্ট খোলা যায়। ১ থেকে ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। ১ বছরের জন্য ৬.৯%, ২ বছরের জন্য ৭.০%, ৩ বছরের জন্য ৭.১% এবং ৫ বছরের জন্য ৭.৫% সুদ পাওয়া যায়।

আরও পড়ুন

যদি কেউ ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫ বছরের শেষে সুদ সহ ৭,২৪,৯৭৪ টাকা পাবেন। এফডি বাড়িয়ে ১০ বছরের করলে, মোট ১০,৫১,১৭৫ টাকা হবে। এতে সুদ ত্রৈমাসিক ভিত্তিতে গণনা হলেও বার্ষিক ভিত্তিতে দেওয়া হয়।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): কর ছাড়সহ ৭.৭% সুদ

পোস্ট অফিসের ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) একটি জনপ্রিয় স্কিম, যেখানে বার্ষিক ৭.৭% সুদ পাওয়া যায়। আয়কর ধারা ৮০সি অনুসারে এতে কর ছাড় পাওয়া যায়। তবে, এতে ৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে, ফলে এই সময়ের আগে টাকা তোলা সম্ভব নয়।

কিষাণ বিকাশ পত্র (KVP): ১১৫ মাসে অর্থ দ্বিগুণ

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রে (KVP) বিনিয়োগ করলে ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে অর্থ দ্বিগুণ হবে। বর্তমানে KVP-এ বার্ষিক ৭.৫% সুদ নির্ধারণ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য লাভজনক।

Advertisement

সন্তানের নামে এবং যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা

পোস্ট অফিসে এই স্কিমগুলির অধীনে সন্তান বা যৌথ নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে, ১০ বছরের বেশি হলে তারা নিজেরাই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। এছাড়া, যৌথ অ্যাকাউন্টকে একক অ্যাকাউন্টে পরিবর্তনের সুবিধাও রয়েছে।

Advertisement