Airtel ও Vi-এর পর Reliance Jio-র তরফেও প্রিপেড প্ল্যানের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে লাগু হচ্ছে এই নতুন দাম। নয়া দাম চালু হলে গ্রাহকদের প্রিপেড প্ল্যান নেওয়ার জন্য কমপক্ষে ৫০০ টাকা বেশি খরচ করতে হবে। Jio Phone-এর আনলিমিটেড প্ল্যানের দাম বাড়ান হয়েছে। এবার এই প্ল্যান শুরু হবে ৯১ টাকা থেকে। এর আগে এই প্ল্যানের দাম ছিল ৭৫ টাকা। পাশাপাশি Jio ইউজারদের জন্য আনলিমিটেড প্ল্যান শুরু হচ্ছে ১৫৫ টাকা থেকে। আগে এর দাম ছিল ১২৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের জন্য দেওয়া হয় ২ জিবি ডেটা। সঙ্গে থাকে আনলিমিটেড কল ও ৩০০ এসএমএস।
জিওর ১৪৯ টাকার প্ল্যানের জন্য এখন ইউজারদের ১৭৯ টাকা খরচ করতে হবে। পাশাপাশি ১৯৯ টাকার প্ল্যানটিকে বাড়িয়ে ২৩৯ টাকা করা হয়েছে। ২৩৯ টাকার এই প্ল্যানে ২৮ দিনের বৈধতা সহ দেওয়া হয় ১.৫ জিবি ডেটা। তাছাড়ও এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল ও দৈনিক ১০০ এসএমএস।
সংস্থার ২৪৯ টাকার প্ল্যানটিও মহার্ঘ্য হয়েছে। এবার এই প্ল্যানটির জন্য গ্রাহকদের দিতে হবে ২৯৯ টাকা। এই প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০টি এসএমএস পাওয়া যায়। পাশাপাশি ডেটা অ্যাড-অন প্ল্যানগুলির দামও বাড়িয়েছে সংস্থা। Jio-র ২৫১ টাকার প্ল্যানটি এখন হতে চলেছে ৩০১ টাকার। এতে রয়েছে ৫০ জিবি ডেটা ও ৩০ দিনের বৈধতা। তাছাড়া অন্যান্য প্ল্যানের দামও বাড়ানো হচ্ছে। নতুন এই ট্যারিফ চালু হলে প্রায় ২১ শতাংশ বাড়বে Reliance Jio-র প্ল্যানের দাম।