scorecardresearch
 

প্রায় ৬ লক্ষ জাল Aadhar বাতিল করল UIDAI, আপনার কার্ডটা আসল তো?

ডিজিটাল দুনিয়ায় নকল পরিচয় পত্র বানিয়ে নিজেদের পকেট ভরছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত দেখে কেন্দ্র এবং রাজ্যস্তরে জাল আধার কার্ড প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষত্রে প্রায় একডজন জাল ওয়েবসাইটকে নোটিশ পাঠিয়েছে UIDAI। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বাড়ছে জাল আধার কার্ডের সংখ্যা
  • ব্যবস্থা নিচ্ছে UIDAI
  • সংসদে জানালেন মন্ত্রী

দেশের নাগরিকত্বের অন্যতম পরিচয় পত্র হল আধার কার্ড। সরকারি পরিষেবা পাওয়া, বা চাকির পাওয়া, সব ক্ষেত্রেই পরিচয় পত্র হিসেবে চাওয়া হয় এই ডকুমেন্ট। তবে আধার কার্ডের গুরুত্ব দিনদিন যত বাড়ছে, ততই এটি জাল হওয়ার ঘটনাও বাড়ছে। এমন পরিস্থিতিতে পদক্ষেপ করতে শুরু করেছে UIDAI। ইতিমধ্যেই ৬ লক্ষ নকল আধার কার্ড বাতিল করা হয়েছে। 

দেশে নকল আধার কার্ড চক্র কতটা সক্রিয় তা বাতিল হওয়া আধার কার্ডের সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে। এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে সংসদে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, UIDAI এখনও পর্যন্ত ৫৯৮,৯৯৯ জাল আধার কার্ড বাতিল করেছে। তদন্ত জারি রয়েছে। 

জাল ওয়েবসাইটকে নোটিশ
ডিজিটাল দুনিয়ায় নকল পরিচয় পত্র বানিয়ে নিজেদের পকেট ভরছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত দেখে কেন্দ্র এবং রাজ্যস্তরে জাল আধার কার্ড প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষত্রে প্রায় একডজন জাল ওয়েবসাইটকে নোটিশ পাঠিয়েছে UIDAI। 

মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিষয়টি খুবই গুরুত্বের দেখা হচ্ছে এবং বেশকিছু পদক্ষেপও করা হয়েছে। যার জেরে আধার কার্ডে একটি অতিরিক্ত ভেরিফিকেশন ফিচার যুক্ত করা হয়েছে। এতদিন আধার ভেরিফিকেশনের জন্য আঙুলের ছাপ ও চোখ স্ক্যান করা হত, এবার মুখও করা হবে (Aadhar Face Recognition)। 

সংসদে মন্ত্রী আরও জানান, আধারের পাশাপাশি পেনশন ভেরিফিকেশনের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করা হবে। এখনও পর্যন্ত প্রায় এক লক্ষ পেনশনভোগীকে (Authenticating Pension Verification) এই পদ্ধতির মাধ্যমে ভেরিফায়েড করা হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুনশ্রাবণ শিবরাত্রিতে তৈরি হচ্ছে এই দুর্লভ যোগ, জানুন পুজোর বিধি ও সময়

 

Advertisement
Advertisement