বাঙালি যাত্রীদের কথা ভেবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে নতুন পরিষেবা চালু করতে চলেছে রেল। এবার যাত্রীরা বন্দে ভারতে পাবেন একেবারে বাঙালি খাবার। কথায় আছে মাছে ভাতে বাঙালি অর্থাৎ বাঙালি যেখানেই যাক, দুপুরের আহারে মাছ ভাত চাই। এবার ট্রেনেও মাছ ভাত পাবেন যাত্রীরা।