আশঙ্কা ছিলই। আর তা সত্যি হল। আফগানিস্তানে তালিবানরাজ শুরু হতেই সেখানকার কলেজে ছেলে ও মেয়েদের একসঙ্গে বসার অধিকার কেড়ে নিল তালিবান।
কলেজের ছেলে ও মেয়েরা যাতে একসঙ্গে বসতে না পারে সেজন্য তাদের বসার জায়গা আলাদা করা হল। শুধু তাই নয়। ছাত্র-ছাত্রীদের মাঝে টেনে দেওয়া হল পর্দাও।
এই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদা জায়গায় বসে রয়েছেন। তাঁদের মাঝে টেনে দেওয়া হয়েছে পর্দা। যাতে একে অপরকে দেখতে না পায়।
প্রতিটি ছাত্রীকেও দেখা গিয়েছে বোরখা পরে থাকতে। তালিবান কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষিকার সংখ্যা অল্প। ছাত্রীদের কথা ভেবে শিক্ষিকা নিযুক্ত করা হবে।
যদি পর্যাপ্ত শিক্ষিকা পাওয়া না যায় সেক্ষেত্রে বয়স্ক পুরুষ শিক্ষকদের নিয়োগ করা যেতে পারে। এছাড়াও তালিবানি শাসকরা সিদ্ধান্ত নিয়েছে, ছেলে ও মেয়েরা যাতে কোনওভাবেই একে অপরের সঙ্গে দেখা করতে বা মুখোমুখি হতে না পারে সেজন্য আলাদা আলাদা দরজা করা হবে।