scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Afghanistan Taliban : আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল

আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল
  • 1/6

আশঙ্কা ছিলই। আর তা সত্যি হল। আফগানিস্তানে তালিবানরাজ শুরু হতেই সেখানকার কলেজে ছেলে ও  মেয়েদের একসঙ্গে বসার অধিকার কেড়ে নিল তালিবান। 

আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল
  • 2/6

কলেজের ছেলে ও মেয়েরা যাতে একসঙ্গে বসতে না পারে সেজন্য তাদের বসার জায়গা আলাদা করা হল। শুধু তাই নয়। ছাত্র-ছাত্রীদের মাঝে টেনে দেওয়া হল পর্দাও। 

আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল
  • 3/6

এই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদা জায়গায় বসে রয়েছেন। তাঁদের মাঝে টেনে দেওয়া হয়েছে পর্দা। যাতে একে অপরকে দেখতে না পায়। 
 

Advertisement
আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল
  • 4/6

প্রতিটি ছাত্রীকেও দেখা গিয়েছে বোরখা পরে থাকতে। তালিবান কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষিকার সংখ্যা অল্প। ছাত্রীদের কথা ভেবে শিক্ষিকা নিযুক্ত করা হবে। 

আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল
  • 5/6

যদি পর্যাপ্ত শিক্ষিকা পাওয়া না যায় সেক্ষেত্রে বয়স্ক পুরুষ শিক্ষকদের নিয়োগ করা যেতে পারে। এছাড়াও তালিবানি শাসকরা সিদ্ধান্ত নিয়েছে, ছেলে ও মেয়েরা যাতে কোনওভাবেই একে অপরের সঙ্গে দেখা করতে বা মুখোমুখি হতে না পারে সেজন্য আলাদা আলাদা দরজা করা হবে। 
 

আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল
  • 6/6

এছাড়াও ক্লাস শেষ হওয়ার পর প্রথমে ছাত্রদের কলেজ থেকে বেরিয়ে যেতেল হবে। কিছুক্ষণ পর মেয়েদের। প্রয়োজনে ছেলে বা মেয়েদের ওয়েটিং রুমে অপেক্ষাও করতে হতে পারে। প্রসঙ্গত, এর আগের রাজত্বে তালিবানিরা মেয়েদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপর প্রতিবন্ধকতা জারি করেছিল। 

Advertisement