বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভ্যাকসিনকেই অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু এরই মাঝে সামনে এল এক অদ্ভূত খবর। নিজের প্রেমিকাকে ভ্যাকসিন নিয়ে হুঁশিয়ারি ব্রিটেনের এক যুবকের। ওই যুবকের হুঁশিয়ারি যদি তার গার্লফ্রেন্ড করোনার ভ্যাকসিন নেয়, তাহলে সে ব্রেকআপ করে নেবে।
মিরর ইউকে-এর একটি রিপোর্ট অনুযায়ী, ওই যুবতী এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এ শেয়ার করেছে। এই যুবতী জানাচ্ছে, সে ও তার বয়ফ্রেন্ড এক বছর ধরে সম্পর্কে রয়েছে। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ তার অনেকদিন আগেই নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু যখন দ্বিতীয় ডোজ নেওয়ার সময় আসে তখন তার প্রেমিক তাকে এক অদ্ভূদ হুঁশিয়ারি দেয়।
যুবতী জানাচ্ছে, তার বয়ফ্রেন্ড তাকে দ্বিতীয় ডোজ নিতে নিষেধ করেছে। আর শুধু তাই নয়, দ্বিতীয় ডোজ নিলে ব্রেকআপ করে নেবে বলেও জানায় তার বয়ফ্রেন্ড। প্রথমে এটাকে মজা ভাবলেও পরে ওই যুবতী বুঝতে পারে বিষয়টি সিরিয়াস।
এই পরিস্থিতিতে রীতিমতো দোলাচলে পড়ে যায় ওই যুবতী। কারণ ভ্যাকসিনেশন সম্পূর্ণ না হলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর টিকাকরণ সম্পূর্ণ করলে সম্পর্ক ভেঙে যাবে। এর অবস্থায় তার কী করা উচিত তা নিয়ে Reddit-এ মানুষের মতামত চায় ওই যুবতী।
কোনও কোনও ইউজারের মতে, ওই যুবতীর অবশ্যই নিজের টিকাকরণ সম্পূর্ণ করা উচিত। একজন লিখেছেন, প্রেমিকের জন্য নিজের জীবন নিয়ে খেলা উচিত নয়। অন্য একজন আবার ভ্যাকসিন কতটা জরুরি সেই বিষয়টি বয়ফ্রেন্ডকে বুঝিয়ে তাকে রাজি করানোর পরামর্শ দিয়েছেন।