দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়ে গেছে। একদিন পর দেবীর বোধন। যদিও নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এই বছর উৎসবের উদযাপনগুলি অন্যান্য বছরের মতো ব্যাপক না হলেও, মানুষ নিজেদের মতো করে উদযাপন করছেন। সম্প্রতি, করোনা ভাইরাস থিমের এক দেবী দুর্গার প্রতিমা ঘুরছে সকলের সোশ্যাল মিডিয়া ওয়ালে।ইন্টারনেটের সুবাদে সেই ছবি ইতিমধ্যে ভাইরাল।
বিগত কয়েক বছর ধুম পড়েছে থিম পুজোর। চলতি কোনও ট্রেন্ড,ঘটনা,সচেতনতা ইত্যাদি সব কিছুই থাকে পুজো প্যান্ডেলের থিমে। এই বছরে অনেক পুজ প্যান্ডেলই থিম করছেন করোনা ভাইরাস ও তার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে। তাঁর মধ্যে দেবী দুর্গা এবং তাঁর ছার ছেলে মেয়েদের একটি ছবি নজর কেরেছেন অনেকেরই। চিকিৎসকের বেশে দেবী দুর্গা, করোনারূপী মহিষাসুরকে হত্যা করেছেন।
ফেসবুক ব্যবহারকারী নিত্য পাল মূর্তির ছবিগুলি শেয়ার করে লেখেন, "মা দুর্গা করোনার হাত থেকে উদ্ধার করেছেন। এই মূর্তিটি শিলিগুড়িতে তৈরি করা হয়েছে। শিল্পী - জিতেন পাল"। দেখা মাত্র শেয়ার করতে শুরু করেন একাধিক মানুষ। পুজো প্যান্ডেলে রওনা হওয়ার আগে কুমোরটুলিতেই তোলা এই ছবিগুলি।
দেখা যাচ্ছে দেবী দুর্গা একটি সুন্দর হালকা গোলাপী শাড়ির ওপর পরেছেন ডাক্তারের এপ্রণ,গলায় স্টেথোস্কোপ। মা দুর্গা বধ করছেন মহিষাসুররূপী করোনা কে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে, ত্রিশূলের পরিবর্তে দেবী দুর্গার হাতে রয়েছর দীর্ঘ সিরিঞ্জ। শুধু তাই নয়,উমার সন্তানদেরও চিত্রিত করা হয়েছে অতিমারীতে প্রথম সারিতে লড়াই করছেন এরকম যোদ্ধাদের।
গণেশের মূর্তিকে পুলিশকর্মীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। কার্তিক রয়েছেন একজন সাফাইকর্মী হিসাবে। অন্যদিকে লক্ষ্মী একজন নার্সের এবং সরস্বতী রয়েছেন শিক্ষক রূপে।
ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণেই ভাইরাল হয়েছে ছবিগুলি। পোস্টটি প্রায় ৭৬ হাজারের বেশী শেয়ার হয়েছে ইতিমধ্যে। তবে কিছু ব্যক্তি আবার বলেছেন যে প্রতিমাগুলি ঝাড়খণ্ডের এক শিল্পী তৈরি করেছেন ।