Delhi Metro Video Viral: হাতাহাতি-বিবাদ-গালিগালাজ, আবারও সেই দিল্লি মেট্রোতে। মারামারি, নাচ, গান এবং রিল তৈরির মতো অনেক কিছুই ঘটে গেছে দিল্লি মেট্রোতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই মহিলার তুমুল ঝগড়ার ভিডিও। এর আগেও বেশ কয়েকবার মেট্রোতে নাচ-গান করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ডিএমআরসি তখন একটি সতর্কতাও জারি করেছিল। তার পরেও পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। মেট্রোর যাত্রীদের অদ্ভুত ক্রিয়াকলাপ বন্ধ হওয়ার নামগন্ধ নেই।
'মেট্রো তোর বাবার নয়'
এর আগেও এমনই কিছু ঘটনা ঘটেছিল। দিল্লি মেট্রোর সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই মহিলাকে তুমূল ঝগড়া করতে। সম্ভবত সিট নিয়ে ঝগড়া শুরু হয়। ভিডিওতে দু'জনকেই একে অপরের উদ্দেশ্যে যা নয় তাই বলতে দেখা যাচ্ছে। একজন তো বলেই ওঠেন 'মেট্রো তোর বাবার নয়।'
শুরু হয় ধাক্কাধাক্কি
কাটাকাটির মাঝে হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, সকলেই এটি নিয়ে প্রচুর মন্তব্য করতে শুরু করেন। এক ব্যবহারকারী লিখেছেন- 'আমাকে কেরিয়ারের পরামর্শ দিন?... মেট্রোতে ক্যামেরা নিয়ে মেট্রো ভ্লগার হয়ে যান, অনেক সুযোগ আছে।' আরেকজন লিখেছেন- 'মেট্রোতে সব কিছু ঘটছে যা হওয়া উচিত নয়, উফ এই মানুষগুলো...'।
Kalesh b/w Two Woman inside Delhi metro over not giving place to stand pic.twitter.com/8a11cfg1Hz
আরও পড়ুন
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 15, 2023
এর আগেও মেট্রোতে মহিলাদের সংঘর্ষ হয়েছে
দিল্লি মেট্রোতে ঘটে যাওয়া নানারকম ঘটনার ভিডিও প্রায়ই সামনে আসে। এর আগেও মেট্রোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে দেখা যায়, সিটে বসা নিয়ে দুই মহিলার মধ্যে তর্কাতর্কি হয়। এর পর এক মহিলা চিৎকার করে অন্য মহিলাকে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন।