সবচয়ে শক্তিশালী মহিলা হিসেব বিখ্যাত রাশিয়ার কিশোরী এবনিকা সাদওয়াকাস। নিজের ঘুসির জোরে বড় বড় ধুরন্ধরদের সে নাস্তানাবুদ করেছে। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে গাছে পরপর ঘুসি মারতে দেখা যাচ্ছে। ভিডিওটি ২০১৭ সালের। তবে সেটি ভাইরাল হয়ে সম্প্রতি। জানা গিয়েছে নিজের ৪ বছর বয়স থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে সে। তাতে তার বাবা রস্ট্রমও যথেষ্ট সাহায্য করেছেন। তিনি নিজেও একজন বস্কিং কোচ। আর রস্ট্রমের মতো এবনিকাও এখন একজন প্রশিক্ষিত বক্সার হয়ে উঠেছে।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে একটি গাছে লাগাতার ঘুসি মারছে এবনিকা। প্রথমে গাছে ঘুসি মেরে সেটিকে দুর্বল করছে সে, যাতে অল্প সময়ের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ভিডিও দেখে মানুষ অবাক।
শুধু এবনিকাই নয়, তার আরও ৭ ভাইবোনও বক্সিং-এর প্রতি আকৃষ্ট। এমনিকার মা হলেন জিমন্যাস্ট। এবনিকার একমিনিটে ৬৫৪টি ঘুসি মারার রেকর্ড রয়েছে। শুধু গাছই নয়, যেকোনও মজবুত জিনিসই ঘুসিতে ভাঙতে পারে সে।
দ্য সান-এর ট্যুইটার অ্যাকাউন্টে এবনিকার ভিডিওটি দেখা যাচ্ছে। তাতে অনেকেই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। এক ইউজার লিখেছেন, 'খুব ভাল, গাছ আপনার সঙ্গে লড়তে পারবে না।' আরও এক ইউজার লিখেছেন, 'তাঁর বাবা-মায়ের খুবই গর্ববোধ হয়।' অন্য এক ইউজার লিখেছেন, 'এ যখন বড় হবে তখন একজন ভাল বক্সার হবে।'
এবনিকার ভিডিওটি ২০১৭ সালে তার পরিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছিল। ভিডিওটি এখনও ৭ লক্ষ বারেরও বেশি দেখা হয়ে গিয়েছে। saadvakass নামে এবনিকার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, যেটি ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ ফলো করেন।