ফুটবল মাঠে বজ্রপাতে মৃত্যু হল প্লেয়ারের। আহত রেফারি-সহ আরও বেশ কয়েকজন খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে পেরুর চিলাকাতে। সেখানকার দুই ঘরোয়া ক্লাব জুভেন্টুড বেলাভিস্তা এবং ফ্যামিলিয়া চোকার মধ্যে ম্যাচ চলছিল। সেই সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
গোটা ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। তাতে দেখা যাচ্ছে কীভাবে হঠাৎ বজ্রপাতের পর মাটিতে লুটিয়ে পড়ছেন খেলোয়াড়রা।
প্রাণ হারালেন ৩৯ বছরের প্লেয়ার
প্রথমার্ধের খেলা চলছে। শুরু থেকেই ম্যাচ বেশ জমে গিয়েছিল। জুভেন্টুদ বেলাভিস্তা ম্যাচে ২-০-তে এগিয়ে ছিল।
এমন সময় হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে। রেফারি বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করে দেন। খেলোয়াড়দের মাঠও ছাড়তে বলেন তিনি।
তাঁর কথা মতো খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলেও আসছিলেন। সেই সময়েই এই ভয়াবহ ঘটনাটি ঘটে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মাঝমাঠে এক প্লেয়ারের উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৯ বছর বয়সী খেলোয়াড় হোসে হুগো দে লা ক্রুজ মেসা। তাঁর উপরেই বাজ এসে পড়েছিল।
বজ্রপাতের তীব্রতায় রেফারিসহ ৫ জন মাটিতে লুটিয়ে পড়েন।
এর আগেও বজ্রপাতে ফুটবলারদের মৃত্যু হয়েছে
এই দুর্ঘটনায় ৪০ বছর বয়সী গোলরক্ষক জুয়ান চোকা গুরুতর দগ্ধ হন। তাঁর শরীরে অগ্নিদগ্ধ হওয়ার চিহ্নও ছিল। বজ্রপাতের পর মাটিতে পড়ে থাকা খেলোয়াড়দের মধ্যে ১-২ জন উঠে যাওয়ার চেষ্ঠা করে। আহত খেলোয়াড়রা হাসপাতালে চিকিৎসাধীন।
বজ্রপাতে ফুটবলারের মৃত্যুর ঘটন এই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে একটি বন্ধুত্বমূলক প্রীতি ম্যাচ চলছিল। এরপর হঠাৎ বজ্রপাতে ৩৫ বছর খেলোয়াড় বয়সী সেপ্টন রাহরাজার মৃত্যু হয়।