scorecardresearch
 

Husband And Wife Jokes: বুদ্ধিমান আর বোকা স্বামীর ফারাক কোথায়? জানলে হাসি থামবে না

কোনও কারণ ছাড়াই হাসিঠাট্টা করুন। মন ভালো থাকবে। আর হাসতে চাইলে পড়ুন মজার জোকস। স্বামী ও স্ত্রীর মধ্যে রঙ্গরসিকতা চলে। তেমনই বাংলায় দারুণ দারুণ মজার জোকস পড়ুন। 

Advertisement
বাংলায় জোকস বাংলায় জোকস
হাইলাইটস
  • স্বামী ও স্ত্রীর মধ্যে রঙ্গরসিকতা চলে।
  • বাংলায় কয়েকটি দারুণ মজার জোকস পড়ুন

টেনশনের জীবনে। অফিস তো বটেই সংসারেরও চাপ। হাসির সুযোগ হাতছাড়া করা উচিত নয়। কোনও কারণ ছাড়াই হাসিঠাট্টা করুন। মন ভালো থাকবে। আর হাসতে চাইলে পড়ুন মজার জোকস। স্বামী ও স্ত্রীর মধ্যে রঙ্গরসিকতা চলে। তেমনই বাংলায় কয়েকটি দারুণ মজার জোকস পড়ুন।   

প্রেমিকা- অ্যাই, আমার মুখ কালো হয়ে গিয়েছে। কী করি বলো তো? 
প্রেমিক- বিম বার নাও। একদম চকচক করবে। 
তারপরই প্রেমিককে মারধর প্রেমিকার। 

স্ত্রী- আমার মুখে মশা ঢুকেছে, এখন কী করব? 
স্বামী- পাগলি, অলআউট খেয়ে নাও। ৬ সেকেন্ডেই কাজ হবে। 
স্বামীর কথা শুনে স্ত্রী রাগে লাল হয়ে গেল।

আরও পড়ুন

স্ত্রী- কিগো, তরকারিটা কেমন লাগল?
স্বামী- খুব সুস্বাদু... 
স্ত্রী-কিন্তু ছেলে বলল যে ভালো হয়নি... 
স্বামী- ও গোবেচারা। একবার বিয়েটা হয়ে যাক, ঘরে শান্তি রাখতে কী বলতে হয়, তখন বুঝবে।

স্ত্রীর মুখ বন্ধ করতে চান বোকা স্বামী। সরাসরি বলে দেন, মুখ বন্ধ রাখো। কিন্তু বুদ্ধিমান স্বামীরা তা করেন না। তাঁরা বলেন,'তোমার নীরবতাই শত কথা বলে। আরও সুন্দর দেখায় তোমায়। স্বামীর এই কথা শুনে স্ত্রী দারুণ খুশি।  

TAGS:
Advertisement