IND vs SA, Keshav Maharaj: বাঘা বাঘা ক্রিকেটার নেই। নবীন দল। কেউ ভাবতেই পারেনি, ভারতের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে জিতবে দক্ষিণ আফ্রিকা! অথচ সেটাই করে দেখিয়েছে তারা। প্রথম টেস্ট হারার পর দু'টি ম্যাচ জিতে লাল বলের ক্রিকেট সিরিজ জিতেছে প্রোটিয়ারা। এক দিনের সিরিজেও ভারতকে ৩-০ হারিয়ে চুনকাম করেছে। এমন সাফল্যে উচ্ছ্বসিত গোটা দল।
একদিনের সিরিজ জয়ের পর ইনস্টাগ্রামে ট্রফি-সহ দলের ছবি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তিনটি ছবির প্রথমটিতে এক দিনের সিরিজ জয়ের ট্রফি নিয়ে দলের উল্লাসের। দ্বিতীয়টিতে পরস্পরের কাঁধে কাঁধ রেখে জয়োল্লাস। আর তৃতীয় ছবিতে উইকেট নেওয়ার পর কেশব মহারাজ ও বাভুমার উদযাপন। তবে নজর কেড়েছে মহারাজের ইনস্টাগ্রাম পোস্টের লেখা। তিনি লিখেছেন,'দুর্দান্ত একটা সিরিজ খেললাম। দল হিসেবে আমরা কতটা এগিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। পরের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে হবে।' এরই সঙ্গে তাঁর সংযোজন,'জয় শ্রী রাম।'
ভারতে এখন গেরুয়া শিবিরের শাসন চলছে। অযোধ্যায় রামমন্দিরও তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে 'জয় শ্রী রাম' আলাদা মাহাত্ম্য পেয়েছে। বাংলাতেও 'জয় শ্রী রাম' নিয়ে ধুন্ধুমার বেধেছিল গত লোকসভা ভোটে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জয় শ্রী রাম' নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে মমতা পোডিয়ামে উঠতেই জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকেন বিজেপি সমর্থকরা। পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী। ভাষণ না দিয়েই পোডিয়াম ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী। কেশব মহারাজের এহেন 'জয় শ্রী রাম' জয়ধ্বনি স্বাভাবিকভাবে ভাইরাল হয়ে উঠেছে নেট মাধ্যমে। গেরুয়াপন্থী নেটিজেনরা শেয়ারও করছেন দেদার। কেশবের পোস্টের মন্তব্যে জয় শ্রী রাম বলে লিখেছেন অনেকে। কারও মন্তব্য, 'বিদেশের মাটিতেও হিন্দু সংস্কৃতি ধরে রাখার জন্য ধন্যবাদ আপনাকে।'
আসলে কেশবের পূর্ব পুরুষ থাকতেন উত্তরপ্রদেশের সুলতানপুরে। কেশবের বাবা আত্মানন্দ মহারাজ জানিয়েছেন, ১৮৭৪ সালে উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে ডারবানে গিয়েছিলেন তাঁর পূর্বপুরুষরা। তখন শ্রমিকের কাজের জন্য ভারতীয়দের নিয়ে যাওয়া হত দক্ষিণ আফ্রিকায়।
আরও পড়ুন- রাত কাটাতেন গুদামে, এখন কোটিপতি সেলিব্রেটির বান্ধবী ইনি
সিরিজে তিনটি উইকেট নিয়েছেন কেশব মহারাজ। শেষ দু'টি ম্যাচে তাঁর শিকার বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে তাঁর বলে শূন্য রানে ফিরেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তৃতীয় ম্যাচে বিরাট দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই তাঁর উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রাস্তা প্রশস্ত করেন ভারতীয় বংশোদ্ভূত প্রোটিয়া স্পিনার।
আরও পড়ুন- পুনর্জন্মের কথা বলল ৪ বছরের মেয়ে, মিলে গেল অক্ষরে অক্ষরে!