সাধারণত আদালতে সাক্ষ্য গ্রহণের সময় গীতা, কোরান বা বাইবেলের শপথ পাঠ করানো হয়। তবে মধ্যপ্রদেশের (MP) খান্ডোয়ার আবগারি আধিকারিক মনে করেন, সত্যি বলার জন্য শুধুমাত্র মদ্যপানই যথেষ্ট। তাঁর বিশ্বাস, যাঁরা মদ্যপান করেন তাঁরা মিথ্যা বলেন না। আরপি কিরার নামে ওই আধিকারিকের বক্তব্যটি দ্রুত ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Corona Vaccine Second Dose) নেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে কিছুটা অনীহা দেখা দেওয়ায় কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় সরকার। একদিকে যেমন টিকা ছাড়া রেশন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়, অন্যদিকে তেমনই যাঁদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে, কেবলমাত্র তাঁরাই মদ কিনতে পারবেন বলেও নিয়ম লাগু করা হয়।
Ye ninja verification technique leak nahi honi chahiye dusre desh ko.
— Rofl Gandhi 2.0 🚜🏹 (@RoflGandhi_) November 18, 2021
pic.twitter.com/Jdf5y8pKmF
খান্ডোয়ার আবগারি আধিকারিক আরপি কিরার নির্দেশ দিয়েছেন যে, দুটি টিকা হলেই একমাত্র মদ কিনতে পারবেন গ্রাহক। এই বিষয়ে বিক্রেতাদেরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই বক্তব্য রাখার সময় আরপি কিরার বলেন,'মদের দোকানে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখানোর প্রয়োজন নেই। যদি গ্রাহক বলেন যে তাঁর দুটো ডোজ হয়েছে, তাহলেই আমরা মেনে নেব এবং তিনি মদ পাবেন।' এই বলার সময় ওই আধিকারিক আরও বলেন, 'আমার নিজের মনে হয়, যাঁরা মদ্যপান করেন তাঁরা সত্যি কথাই বলেন, মিথ্যে বলেন না।'
যদিও মদ বিক্রেতারা জানাচ্ছেন, ভ্যাকসিনেশানের সার্টিফিকেট বা মোবাইলের মেসেজ দেখে তবেই বিক্রি করা হচ্ছে। আর যাঁরা এখনও ভ্যাকসিন সম্পূর্ণ করেননি তাঁদের মদ না দেওয়ার পাশাপাশি তাড়াতাড়ি টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।