আপনি কখনও দই দিয়ে ম্যাগি খেয়েছেন? অবাক হচ্ছেন, কোন একজন খেয়েছেন এবং সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। টুইট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই কার্ড ম্যাগি। ফ্যালন মাস্ক- নামে এক টুইটার ইউজার পোস্ট করেন এমনই এক খাবারের ছবি। তবে এই কম্বিনেশন দেখে চক্ষু চড়কগাছ অধিকাংশ টুইটারেতির।
এমন অদ্ভুত কাণ্ড করেই খবরের শিরোনামে সেই মেয়ে। দই সঙ্গে ম্যাগি খাচ্ছে- আর যেভাবে খাবারের বাটি হাতে ছবি দিয়েছেন তাতে মনে হচ্ছে এই প্রিপারেশন বেশ ভাল লেগেছে তাঁর। ছবির ক্যাপশনে লিখেছেন, ''ম্যাগি অ্যান্ড কার্ড ইজ ফুড ফর সোল।'' মানে সত্যি!!!
Maggi and curd is food for the soul ❤️ pic.twitter.com/RmNRVRvnfw
— Felon Mask (@acnymph) November 16, 2020
আর তাতেই হাসির রোল টুইটারে। অসংখ্য রিটুইট ও লাইকে ভাইরাল হয়েছে এই পোস্ট। কমেন্টে নিজেদের মতামত জানিয়েছেন নেটিজেনরা। কিছু মানুষ দইয়ের সঙ্গে ম্যাগি দেখে বিচলিত নন, কারও আবার পুরোপুরি নাপসন্দ এই ডিশ। এক টুইটার ইউজার লিখেছেন, আমি দই এবং ম্যাগি দুটেই ভালবাসি। কিন্তু আলাদা আলাদা। আবার কেউ লিখছেন, অসম্ভব জিনিসকে সম্ভব করেছ।
I love both, but separately..far far away from each other
— Suj (@sujatachandran) November 17, 2020
— Indian🇮🇳 (@AkashRadadiya06) November 17, 2020
Amazing combination. pic.twitter.com/TXBv2eGJnA
— ZackRhea. (@Zackrhea) November 16, 2020
— Riya (@irant_a_lot) November 17, 2020
কেবল কমেন্টই নয় বেশ কিছু মিমও পোস্ট করেছেন টুইটারেতিরা। বিশ্রী খাবার কম্বিনেশনের হ্যাশট্যাগ ট্রেন্ড করছে অনলাইনে। ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ম্যাগি তৈরি করেছিল এক ইউজার- দুধ ও গোলাপের পাপড়ি সহযোগে। এ বছরের শুরুতে, চকোলেট ফ্রায়েড চিকেন, রসগোল্লা বিরিয়ানির মতো ভুলভাল খাবার ভাইরাল হয়েছে নেটপাড়ায়।