scorecardresearch
 

কথার কামাল, এক লহমায় ২৬ লাখ টাকা সংগ্রহ নিরাশ্রয় ব্যক্তির

বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তিকে সাইড টক নামে ইউটিউবের একটি কম্পিলেশন চ্যানেলে দেখা যায়। যেখানে তিনি রাস্তায় বিভিন্ন ধরনের কলাকৌশল দেখাচ্ছিলনে। সেই সময় সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতিকে তিনি কী বলতে চান? উত্তরে প্রথমত তিনি আমেরিকার রাষ্ট্রপতির সঠিক নাম বলতে পারেননি। তারপর তিনি বলেন, 'আমায় ডিনারে নিয়ে চলুন'।

Advertisement
Tiktok Tiktok
হাইলাইটস
  • আমেরিকার রাষ্ট্রপতির ভুল নাম বললেন ব্যক্তি
  • তাঁর জন্য সংগ্রহ হল ২৬ লক্ষ টাকা
  • টিকটকে ভিডিও ভাইরাল

এক ব্যক্তির জন্য ৩৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ২৬ লক্ষ টাকা একত্রিত করলেন টিকটক ইউজাররা। প্রসঙ্গত, ওই ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ওই ব্যক্তি ভুল করে আমেরিকার রাষ্ট্রপতির নাম জো বাইডেনের পরিবর্তে জো বাইরন বলেছিলেন। তাঁর সেই বক্তব্যই ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি নিরাশ্রয় ছিলেন। অর্থাৎ তাঁর থাকার জন্য কোনও বাড়িও ছিল না। 

বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তিকে সাইড টক নামে ইউটিউবের একটি কম্পিলেশন চ্যানেলে দেখা যায়। যেখানে তিনি রাস্তায় বিভিন্ন ধরনের কলাকৌশল দেখাচ্ছিলনে। সেই সময় সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতিকে তিনি কী বলতে চান? উত্তরে প্রথমত তিনি আমেরিকার রাষ্ট্রপতির সঠিক নাম বলতে পারেননি। তারপর তিনি বলেন, 'আমায় ডিনারে নিয়ে চলুন'। 

ভিডিওতে সঞ্চালক আরও অনেকের সাক্ষাৎকার নেন। সেই ভিডিওটি ১০ অক্টোবর ফের টিকটকে পোস্ট হয়। এরপর সেটি ভাইরাল হয়ে যায়। Lil Nas X ও  John Legend-এর মতো সেলেব্রিটিরাও ভিডিওটিকে শেয়ার করেন। 

ইউটিউব কম্পিলেশন চ্যানেলে ব্যাবহার হওয়া সাউন্ড অনেক টিকটক ইউজার শেয়ার করেন। ইউজার সেটিকে #joebyron দিয়ে শেয়ার করেন। ২ ডিসেম্বর আরও এক ইউজার সেটিকে শেয়ার করেন। তাতে ওই তিনি বলেন, ওই ব্যক্তির নাম TJ। তাতে আরও বলা হয় ওই ব্যক্তির বাড়ি নেই। তাঁর জন্য সাহায্যও চাওয়া হয়। সেই ভিডিওটি ১ কোটিরও বেশি ইউজার দেখেন। ইতিমধ্যেই ২ হাজারের বেশি মানুষ তাঁর সাহায্যে এগিয়ে এসেছেন।

 

Advertisement