scorecardresearch
 

Siliguri: শিলিগুড়িতে ২ বিহারী ছাত্রকে বেধড়ক মারধর, বাংলা পক্ষের সমর্থক সহ গ্রেফতার ২

শিলিগুড়িতে আসা দুই বিহারী ছাত্রকে মারধরের অভিযোগ। মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিহার ও উত্তরপ্রদেশের যুবকরা জাল সার্টিফিকেট নিয়ে এসএসসি পরীক্ষা দিতে আসে, বাঙালি যুবকদের চাকরি কেড়ে নেয় এই অভিযোগ তুলে চর-থাপ্পড় মারা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত শিলিগুড়ি বাসিন্দা রজত ভট্টাচার্য, তিনি বাংলা পক্ষের সমর্থক বলে জানা যায় এবং গিরিধারী রায়, দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
শিলিগুড়িতে আসা দুই বিহারী ছাত্রকে মারধরের অভিযোগ শিলিগুড়িতে আসা দুই বিহারী ছাত্রকে মারধরের অভিযোগ

শিলিগুড়িতে আসা দুই বিহারী ছাত্রকে মারধরের অভিযোগ। মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিহার ও উত্তরপ্রদেশের যুবকরা জাল সার্টিফিকেট নিয়ে এসএসসি পরীক্ষা দিতে আসে, বাঙালি যুবকদের চাকরি কেড়ে নেয় এই অভিযোগ তুলে চর-থাপ্পড় মারা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত শিলিগুড়ি বাসিন্দা রজত ভট্টাচার্য, তিনি বাংলা পক্ষের সমর্থক বলে জানা যায় এবং গিরিধারী রায়, দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শুধু মারধরই নয়, কান ধরে তাদের ক্ষমাও চাওয়ানো হয়। যারা মারধর করছে তারা নিজেদের পুলিশ ও আইবির লোক বলে দাবি করেন। এই ঘটনায় বিহার পুলিশও আপত্তি জানিয়েছিল।

রজতের দাবি, এই ছাত্ররা জাল সার্টিফিকেট নিয়ে এসেছেন এমন তথ্য তিনি পেয়েছিলেন। তবে প্রশ্ন ওঠে, জাল নথি থাকলে তারা পুলিশে না জানিয়ে নিজের হাতে আইন তুলে নিলেন কেন? বাংলা থেকে বিহার দুই রাজ্যেই ভিডিও ঘিরে তোলপাড়। যে সংগঠনের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ রয়েছে তারা বাংলা পক্ষের।

আরও পড়ুন

শিলিগুড়িতে বিহারী ছাত্রদের মারধরের ভাইরাল ভিডিও পাঠিয়ে রাজ্য পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছে বিহার পুলিশ। বিহারের এডিজি আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের এডিজি আইন শৃঙ্খলাকে চিঠি পাঠিয়েছেন। 

বিহারী ছাত্রদের হামলার এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা ললন সিং বলেন, "বাংলায় কি কোনও আইন আছে? বাংলায় আইন নেই, সরকার নেই। বাংলায় নৈরাজ্যের পরিবেশ বিরাজ করছে। তাই বাংলা সরকারের এক মিনিটও থাকার অধিকার নেই।" ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও। ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'কিছু স্থানীয় সমস্যা থাকতে পারে কারণ অন্যান্য রাজ্যের লোকেরাও এখানে আসছে এবং এখান থেকে যাচ্ছে। আমরা সবাইকে স্বাগত জানাই।" আরজেডি রাজ্যের মুখপাত্র শক্তি যাদব বলেছেন, লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব এই ঘটনায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement

Advertisement