scorecardresearch
 

Garlic মানে আদা! ঘেঁটে ঘ পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, Viral Video

ইমরান খানের ঘনিষ্ঠ এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও রসুন এবং আদার অর্থ জানেন না! ঘর-ভর্তি সাংবাদিকদের সামনে তিনি বললেন, ‘Garlic মানে আদা!’ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রবল ব্যঙ্গ, বিদ্রূপের শিকার হতে হচ্ছে তাঁকে।

Advertisement
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও রসুন এবং আদার অর্থ জানেন না! পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও রসুন এবং আদার অর্থ জানেন না!
হাইলাইটস
  • পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও রসুন এবং আদার অর্থ জানেন না!
  • ঘর-ভর্তি সাংবাদিকদের সামনে তিনি বললেন, ‘Garlic মানে আদা!’
  • এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রবল ব্যঙ্গ, বিদ্রূপের শিকার হতে হচ্ছে তাঁকে।

ইমরান খানের ঘনিষ্ঠ এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও রসুন এবং আদার অর্থ জানেন না! ঘর-ভর্তি সাংবাদিকদের সামনে তিনি বললেন, ‘Garlic মানে আদা!’ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রবল ব্যঙ্গ, বিদ্রূপের শিকার হতে হচ্ছে তাঁকে।

ফাওয়াদ চৌধুরী সংবাদ সম্মেলনে রসুনকে আদা বলেছেন। ফাওয়াদ চৌধুরীর এই ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ফাওয়াদ চৌধুরীর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন এবং তাঁকে ঠাট্টা, বিদ্রূপ করতে ছাড়ছেন না।

এই ভিডিওতে, ফাওয়াদ চৌধুরী দেশে মূদ্রাস্ফীতি ইস্যুতে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সময় তিনি বলেন, ' Garlic মানে আদা... কমেছে আদার দামও। সেখানে উপস্থিত কেউ কেউ তাঁকে শুধরে দিতে চেষ্টা করে জানান Garlic মানে রসুন। কিন্তু ফাওয়াদ চৌধুরী ‘Garlic মানে আদা’তেই আটকে ছিলেন।

এই ভিডিও দেখে অনেকেরই মন্তব্য, পাকিস্তানের তথ্যমন্ত্রীর কাছ থেকে এমন ভুল একেবারেই প্রত্যাশিত নয়। অনীশ গোখলে এই ভিডিও দেখে মন্তব্য করেছেন, 'কেউ একজন ফাওয়াদ চৌধুরীকে রসুন বলে দিয়েছিলেন, তা সত্ত্বেও! হাসতে হাসতে আমি মাটিতে পড়ে যাব।' একজন ইউজার এই ভিডিও দেখে লিখেছেন, 'Garlic মানে আদা আর জার্মানি মানে জাপান।'

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী তার ধর্মান্ধতার জন্য পরিচিত। তিনি নিয়মিত ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে। খুব সম্প্রতি, চৌধুরী দাবি করেছিলেন যে, পাকিস্তানের ভারতকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ, পাকিস্তানের রয়েছে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী। রয়েছে পারমাণবিক বোমা। ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে টিকতে পারবে না। তবে এবার নিজের ভুলের জন্য সোশ্যাল মিডিয়ায় যে হারে ট্রোলের শিকার হতে হচ্ছে ফাওয়াদ চৌধুরীকে, তাতে তাঁর অস্বস্তি বহুগুণ বেড়ে গিয়েছে।
 

Advertisement

Advertisement