Pakistan Mall Viral Video: পাকিস্তানে মল খুলে বিপাকে বিদেশি ব্যবসায়ী। মল খোলার প্রথম দিনই চলল দেদার লুটপাট(নিচে ভিডিও)। 'ড্রিম বাজার' নামের ওই মলে চলতি সপ্তাহে উদ্বোধন অনুষ্ঠান ছিল। কিন্তু প্রথম দিনই যেন বিসর্জন হয়ে গেল। একসঙ্গে হুড়োহুড়ি করে অশান্ত জনতা সেখানে ঢুকে পড়ে। তারপর বিশৃঙ্খলার সুযোগে চলে দেদার লুটপাট। কেউ কেউ আবার মল ভাঙচুরও চালায়।
পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যবসায়ী এই মল খুলেছিলেন। বর্তমানে তিনি অন্য় দেশে থাকেন। তিনি ভেবেছিলেন নিজের দেশে মল খুলে ব্যবসা বাড়াবেন। কিন্তু এমনভাবে যে ব্যাপারটা ফ্লপ হবে, তা ভাবতেও পারেননি। করাচির গুলিস্তান-ই-জোহর এলাকায় এই মল খোলা হয়েছিল।
স্থানীয় মিডিয়ার রিপোর্ট, উদ্বোধনের দিন প্রচারের জন্য বিশেষ অফার ছিল। সেই অফারের খবর ছড়িয়ে পড়ে। হাজার হাজার লোক মলে এসে ভিড় করে। ১ সেপ্টেম্বর বিকেল ৩ টেয় দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিড় হুড়মুড়িয়ে, দরজা প্রায় ভেঙে ভিতরে ঢুকে পড়ে।
তারপর?
তারপর চলল তুমুল লুটপাট।
ড্রিম বাজার মলের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বিশাল জনতাকে একসঙ্গে ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে। কর্মীরা প্রথমে কিছুটা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন বটে। লাভ হয়নি।
অনেকে নিজেই নিজের লুটপাটের ভিডিও করেছেন।
ভিডিও দেখুন:
As per Report not a single item was left behind, the Local Crowd looted every small thing possible🫡 https://t.co/2lGjJs4gKf pic.twitter.com/xCrABF6Tku
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024
A businessman of Pakistan living abroad opened a huge mall in locality of Karachi, which he named Dream Bazaar. And today on day of inauguration he had announced a special discount Crowd of about one lakh stormed and looted the entire mall
https://t.co/DlNcxm2wzO— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024Advertisement
শুধু লুটপাটই নয়, এর ফলে মলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। পাকিস্তানের নিউজ চ্যানেল এআরওয়াই নিউজ জানিয়েছে, এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশকর্মীদের দেখতে পাওয়া যায়নি।
একটি ভিডিওতে, মলের একজন কর্মী আবেগঘনভাবে নিজের দুঃখের কথা জানান। তিনি বলেন, 'মলের অবস্থা দেখুন। আমরা মানুষের সুবিধার জন্যই এসব করছি... যতক্ষণ না তারা নিজেরা সেট বুঝছে, ততক্ষণ পরিস্থিতির উন্নতি হবে না।'