scorecardresearch
 

Rakesh Roshan Trending: Google-এ ট্রেন্ডিং রাকেশ রোশন, কেন বলুন তো?

যখন ভারতীয়রা চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের সাফল্যে আনন্দ করছে, তখন চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন গুগল ও সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ডিং লিস্টের শীর্ষে রয়েছেন।

Advertisement
 রাকেশ রোশন রাকেশ রোশন
হাইলাইটস
  • মমতা আসলে রাকেশ শর্মাকে রাকেশ রোশনের সঙ্গে গুলিয়ে ফেলেন
  • তাঁর বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়

যখন ভারতীয়রা চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের সাফল্যে আনন্দ করছে, তখন চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন গুগল ও সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ডিং লিস্টের শীর্ষে রয়েছেন। কারণ কী আপনি জানেন? এর পিছনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে। মমতার একটি ক্লিপ ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। চন্দ্রযান ৩ এর মাধ্যমে ISRO তার মাইলফলক অর্জন করার ঠিক আগে কলকাতায় একটি অনুষ্ঠানে মমতা বিজ্ঞানীদের আগাম অভিনন্দন জানান। কিন্তু প্রযোজক এবং পরিচালক রাকেশ রোশনকে ভারতীয় মহাকাশচারী হিসাবে উল্লেখ করেন তিনি। আর সেই কারণেই চন্দ্রযান-৩ এর সঙ্গে রাকেশ রোশনও এখন গুগলে ট্রেন্ড করছে।

মমতা আসলে রাকেশ শর্মাকে রাকেশ রোশনের সঙ্গে গুলিয়ে ফেলেন। তাঁর বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ক্লিপে মমতাকে বলতে শোনা যায়, 'শেষবার যখন রাকেশ রোশন চাঁদে অবতরণ করেছিলেন, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে সেখান থেকে ভারত কেমন দেখাচ্ছে। জবাবে রাকেশ শর্মা বলেছিলেন, 'সারে জঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা”।'

মমতা আসলে তিনি মহাকাশে পৌঁছনো প্রথম ভারতীয় রাকেশ শর্মার উল্লেখ করতে গিয়ে ভুলে রাকেশ রোশনের নাম নেন। আর মমতার সেই মন্তব্যের পরই সর্বত্র সমালোচনা, হাসির রোল। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। নেটিজেনরা মমতার বক্তব্য ভাইরাল করে দিয়েছেন এবং রাকেশ রোশন সম্পর্কিত হাস্যকর মিম শেয়ার করছেন। 

ভিডিও ভাইরাল হওয়ার পরপরই রাকেশ রোশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে টপ ট্রেন্ড হয়ে যায়। একজন নেটিজেন লিখেছেন, 'শেষবার যখন রাকেশ রোশন চাঁদে অবতরণ করেছিলেন, তখন ইন্দিরা তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে সেখান থেকে ভারত কেমন দেখাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কখন তিনি চাঁদে অবতরণ করেছিলেন? আপনারা কি মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান?'

Advertisement

আরেকজন নেটিজেন লিখেছেন, "জ্ঞানের বান্ডিল নিয়ে আরেক আশাবাদী প্রধানমন্ত্রী। যখন নাকি রাকেশ রোশন চাঁদে নেমেছিলেন, তখন ইন্দিরা গান্ধী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, সেখান থেকে ভারত কেমন দেখাচ্ছে।'

Advertisement