scorecardresearch
 

Mukesh Ambani Manoj Modi: কোম্পানির সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত কর্মীকে দেড় হাজার কোটি টাকার বাড়ি গিফট করলেন আম্বানি, VIRAL

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি ব্যবসায়িক চুক্তিতে মনোজ মোদীকে রাখেন মুকেশ। তাঁর পরামর্শ নেন। ১৯৮০ সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত মনোজ। তিনি রিলায়েন্স জিও (Reliance Jio) ও রিলায়েন্স রিটেল (Reliance Retail)-এর ডিরেক্টর পদেও রয়েছেন।

Advertisement
মনোজ মোদী ও মুকেশ আম্বানি মনোজ মোদী ও মুকেশ আম্বানি
হাইলাইটস
  • ইতালি থেকে আনা হয়েছে আসবাব
  • তিন দিক থেকে সি ভিউ
  • মুকেশের সঙ্গেই পড়াশোনা

ভাল কাজের প্রতিদান। কিংবা বিশ্বস্ততার পুরস্কার। সংস্থার সবচেয়ে পুরনো কর্মীকে দেড় হাজার কোটি টাকার বাড়ি উপহার দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্সের সবচেয়ে পুরনো কর্মী হিসেবে পরিচিত মনোজ মোদীকে মুকেশ আম্বানির 'ডান হাত' বলা হয়। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি ব্যবসায়িক চুক্তিতে মনোজ মোদীকে রাখেন মুকেশ। তাঁর পরামর্শ নেন। ১৯৮০ সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত মনোজ। তিনি রিলায়েন্স জিও (Reliance Jio) ও রিলায়েন্স রিটেল (Reliance Retail)-এর ডিরেক্টর পদেও রয়েছেন। যদিও কোনও দিনই লাইমলাইটে আসতে চাননি। নীরবে থেকে কাজ করে গিয়েছেন এবং করে থাকেন। এহেন মনোজকে যে বাড়িটি মুকেশ আম্বানি গিফট করলেন, তা কতটা লাক্সারি, জেনে নেওয়া যাক।

মুকেশ আম্বানি ও মনোজ মোদী
মুকেশ আম্বানি ও মনোজ মোদী

ইতালি থেকে আনা হয়েছে আসবাব

মনোজ মোদীকে মুম্বইয়ের একটি অভিজাত এলাকায় ২২ তলার একটি বাড়ি উপহার দিয়েছে আম্বানি পরিবার। নেপিয়ন সি রোডের এই বিলাসবহুল বাড়ির নাম রাখা হয়েছে বৃন্দাবন। ২২ তলার এই বাড়ির আয়তন ১.৭ লক্ষ বর্গফুট। ম্যাজিক ব্রিক্স ডট কম-এর তথ্য অনুযায়ী, এই সম্পত্তির দাম দেড় হাজার কোটি টাকা। ইতালি থেকে আনা দামি আসবাব দিয়ে সাজানো গোটা বাড়ি। 

তিন দিক থেকে সি ভিউ

২২ তলার বাড়িটি এমন ভাবে তৈরি যাতে তিন দিক থেকেই সমুদ্র দেখা যায়। মুম্বইয়ের অত্যন্ত অভিজাত এলাকা। বিশ্বমানের সব রকম সুযোগ সুবিধা রয়েছে। 

মুকেশের সঙ্গেই পড়াশোনা

মনোজ মোদী ও মুকেশ আম্বানি ব্যাচমেট। মুম্বই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একই সঙ্গে পড়াশোনা করেছেন দুজনে। ১৯৮০ সালে রিলায়েন্সে চাকরি পান মনোজ। তখন কোম্পানির চেয়ারম্যান ছিলেন ধীরুভাই আম্বানি। শুধু মুকেশের নয়, টিনা আম্বানিরও বন্ধু মনোজ। বর্তমানে তিনি আকাশ ও ইশা আম্বানির সঙ্গে কাজ করছেন।

Advertisement

TAGS:
Advertisement