scorecardresearch
 

Snowfall In Kolkata Dall-E Image Generator: কলকাতায় স্নোফল VIRAL, এই টুল ব্যবহার করে আপনিও বানান AI ছবি, পদ্ধতি

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) কয়েকটি ছবি ঘুরছে। কলকাতায় নাকি বরফ (Snowfall In Kolkata) পড়েছে। আর তাতে কয়েকটি বিখ্যাত জায়গা নাকি বরফে ঢেকে গিয়েছে। শ্যামবাজারে (Shyambazar) নাকি মরু ভাল্লুক (Polar Bear) ঘুরে বেড়াচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, কলকাতার বিভিন্ন আইকনিক জায়গা বরফের চাদরে ঢেকে থাকতে দেখা গিয়েছে।

Advertisement
কলকাতায় বরফ পড়ার ছবি কলকাতায় বরফ পড়ার ছবি
হাইলাইটস
  • টুল ব্যবহার করে এই ছবিগুলি বানানো হয়েছে
  • Dall-e 2 টুল ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের ছবি বানাতে পারেন

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) কয়েকটি ছবি ঘুরছে। কলকাতায় নাকি বরফ (Snowfall In Kolkata) পড়েছে। আর তাতে কয়েকটি বিখ্যাত জায়গা নাকি বরফে ঢেকে গিয়েছে। শ্যামবাজারে (Shyambazar) নাকি মরু ভাল্লুক (Polar Bear) ঘুরে বেড়াচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, কলকাতার বিভিন্ন আইকনিক জায়গা বরফের চাদরে ঢেকে থাকতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি দেখে অনেকেই তো আকাশ থেকে পড়েছেন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে এই ছবিগুলি কোথা থেকে এল, কেই বানালো।

আসলে এই সব ছবিগুলি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে তৈরি। Dall-e 2 নামে একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইমেজ জেনারেটর (Dall-E Image Generator) টুল ব্যবহার করে এই ছবিগুলি বানানো হয়েছে। Dall-e 2 টুল ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের ছবি বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন আপনিও।

আরও পড়ুন:Disadvantages Of Aloo Bhujia: আলু ভুজিয়া আর চা, জমজমাট শীতের সন্ধ্যা, বিপদটাও জানা জরুরি

OpenAI নামে একটি সংস্থা এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল তৈরি করেছে। সম্পূর্ণ বিনামূল্যে এখন এই AI টুল ব্যবহার করতে পারা যাবে। প্রথমেই https://openai.com/dall-e-2/ ওয়েবসাইট ওপেন করতে হবে। মোবাইল থেকে এই ওয়েবসাইট ওপেন করলে Chrome সেটিংস থেকে “Desktop Site” অপশন এনেবেল করে নিতে হবে। উপরে ডান দিকে Sign Up অপশন সিলেক্ট করে সাইন আপ করতে হবে। নিজের ইউজারনেম, পাসওয়ার্ডের মাধ্যমে Dall-e 2 - তে লগ ইন করুন। এরপর Dall-e 2  টুল খুলে হোমপেজে এখানে “Start with a detailed description” অপশনে ক্লিক করতে হবে। এখানে নিজের মনে আসা যে কোনও কিছু লিখে Generate অপশন সিলেক্ট করে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এর পরেই আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্স টুল আপনাকে সেই বিষয়ে ৪টি আলাদা আলাদা ছবি তৈরি করে দেবে। এপর পছন্দের ছবিগুলি ডাউনলোড করে নিলেই কেল্লা ফতে। ডাউনলোড করা ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।

Advertisement

একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি কলকাতার ভিক্টোরিয়াতে বরফ পড়ার ছবি বানাতে চান তবে লিখতে হবে 'Snowfall in Victoria Memorial, Kolkata' অথবা হাওড়া ব্রিজে বরফ পড়ার ছবি বানাতে চাইলে লিখতে হবে 'Snowfall in Howrah Bridge, Kolkata'। চাইলে লিখতে পারেন 'Polar bear in shyambazar, Kolkat।' নিজের মনের ভাবনাকে লিখে দিলেই ফটাক সে ছবি বানিয়ে দেবে এই টুল। তবে এই টুই ব্যবহার করে যত খুশি ছবি বানানো যাবে না। প্রতি সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক ছবিই বানানো যাবে এই টুল ব্যবহার করে।

Advertisement