প্রেম চিরনবীন। বয়স হলেই প্রেমে ভাটা পড়ে না। তা যেন প্রমাণ করে দিচ্ছেন শোভন-বৈশাখী। ৬০ বছরে পা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র। মনের মানুষের জন্মদিনে উষ্ণ চুম্বন করলেন বৈশাখী। সেই ছবি পোস্ট করেছেন নেটমাধ্যমে। ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন বৈশাখীর মেয়েও।
গোটা ঘর সাজানো হয়েছিল গোলাপি, নীল, সাদা বেলুন। সেই সঙ্গে ছিল ফুলও। জন্মদিনের উইশ বার্তায় লেখা,'হ্যাপি বার্থডে দুষ্টু' জন্মদিনে প্রিয় মানুষের জন্য ক্রিম রঙের একটি 'স্মাইলি কেক' এনেছিলেন বৈশাখী। তাতেও লেখা, 'হ্যাপি বার্থডে দুষ্টু'। বৈশাখীর মেয়ে মহুলকে সঙ্গে নিয়ে কেক কাটেন। ছিল একটি চকোলেট কেকও। জন্মদিনে শোভনের হাতে একাতাড়া লাল গোলাপের তোড়া উপহার তুলে দেন বৈশাখী।
প্রতিবারের মত এদিনও শোভন-বৈশাখী সেজেছিলেন রংমিলান্তি পোশাকে। জন্মদিনের কাছের মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে খুশি শোভন। বাড়তি পাওনা বৈশাখীর উষ্ণ চুম্বন। প্রেয়সীর গালেও চুমু এঁকে দেন শোভন।
দিন কয়েক আগেই আগে আলিপুর কোর্টে ডিভোর্সের মামলার শুনানিতে গিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়। মধ্য়াহ্নভোজের বিরতিতে আদালত চত্বরে বিতণ্ডা শুরু হয়েছিল। প্রসঙ্গত, ২০১৮ -র নভেম্বরে বেহালার পর্ণশ্রীর নিজের বাড়ি ছেড়ে যান শোভন। গোলপার্কের ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি। স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র।