scorecardresearch
 

সবজি ভেবে ইঁদুরের মাথা চিবোলেন ব্যক্তি! বোঝার পরেই...

ইন্ডিপেন্ডেন্ট নামে ব্রিটেনের একটি ওয়বসাইটে ঘটনাটি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে জুয়ান জোস নামে ওই ব্যক্তি একটি ফরাসী সুপার মার্কেট থেকে ফ্রোজেন সবজি ও আলু কিনেছিলেন। এরপর বাড়িতি নিয়ে গিয়ে সেগুলিকে রান্না করে প্লেটে পরিবেশন করেন। সেই সময় খাবারে তিনি একটি কালো বস্তু দেখতে পান। তবে তিনি তাতে গুরুত্ব না দিয়ে ভাবেন সেটি হয়তো আর্টিচোক হবে। 

Advertisement
খবারে ইঁদুর খবারে ইঁদুর
হাইলাইটস
  • ব্যক্তির মুখে ইঁদুরের মাথা
  • বুঝতে পারলেন চিবোনোর পর
  • ঘটনার তদন্ত শুরু

সবজি ভেবে ইঁদুরের মাথা চিবিয়ে ফেললেন স্পেনের এক ব্যক্তি। বীটের মতো দেখতে আর্টিচোক নামের একটি সবজি ভেবে ইঁদুরের মাথা চিবিয়ে ফেলেন তিনি। এরপর যখন তিনি বিষয়টি বুঝতে পারেন, তখন ফরাসী সুপার মার্কেটের বিরুদ্ধে রীতিমতো রেগে যান এবং অভিযোগ দায়ের করেন। 

ইন্ডিপেন্ডেন্ট নামে ব্রিটেনের একটি ওয়বসাইটে ঘটনাটি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে জুয়ান জোস নামে ওই ব্যক্তি একটি ফরাসী সুপার মার্কেট থেকে ফ্রোজেন সবজি ও আলু কিনেছিলেন। এরপর বাড়িতি নিয়ে গিয়ে সেগুলিকে রান্না করে প্লেটে পরিবেশন করেন। সেই সময় খাবারে তিনি একটি কালো বস্তু দেখতে পান। তবে তিনি তাতে গুরুত্ব না দিয়ে ভাবেন সেটি হয়তো আর্টিচোক হবে। 

এরপর সামান্য খাবার মুখে দিতেই তাঁর সেটি অদ্ভুত লাগে। যার জেরে তিনি ভাল করে খাবারটি পর্যবেক্ষণ করেন। তখন তিনি দুটি চোখ দেখতে পান। এমনকী খাবারে কিছু গোঁফও দেখতে পান তিনি। এরপরেই তিনি বুঝতে পারেন যে তিনি এক্ষুনি যেটি খেয়েছেন সেটি আর্টিচোক নয়, ইঁদুর। 

এই ঘটনার প্রেক্ষিতে ওই ফরাসী সুপার মার্কেটের বিরুদ্ধে রীতিমত অভিযোগ দায়ের করেন জুয়ান। অন্যদিকে জুয়ানের অভিযোগের ভিত্তিতে সুপার মার্কেট কর্তৃপক্ষও পদক্ষেপ করেছে। এই বিষয়ে সুপার মার্কেটের এক ব্যক্তি জানান, 'আমরা পণ্যটির প্রস্তুতকারকের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটি সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য প্রতিটি উপায়ে পরীক্ষা করছি। আমরা দ্রুত তদন্ত করব এবং প্রতিটি পর্যায়ে সমস্ত তথ্য গ্রাহককে সরবরাহ করব।' 

 

Advertisement