scorecardresearch
 

Woman Slaps Husband : 'আমার টাকায় খেয়ে আমার উপরই চোটপাট?' স্বামীকে রাস্তায় স্ত্রী-র

প্রকাশ্য রাস্তায় স্বামীকে চড়-থাপ্পড় মহিলার। স্বামীর টি শার্ট ধরে তাঁকে ব্যাপক মারধর স্ত্রী-র। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলা রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ভিডিও করতে বলছেন।

Advertisement
woman beats husband woman beats husband
হাইলাইটস
  • প্রকাশ্য রাস্তায় স্বামীকে চড়-থাপ্পড় মহিলার
  • স্বামীর টি শার্ট ধরে তাঁকে ব্যাপক মারধর স্ত্রী-র

প্রকাশ্য রাস্তায় স্বামীকে চড়-থাপ্পড় মহিলার। স্বামীর টি শার্ট ধরে তাঁকে ব্যাপক মারধর স্ত্রী-র। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলা রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ভিডিও করতে বলছেন। তাঁদের উদ্দেশে মহিলা বলছেন, 'আমি মারছি আমার স্বামীকে। এটার ভিডিও করুন।' ঝড়়ের গতিতে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনা উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। তবে সংবাদমাধ্যমে প্রকাশ, ভিডিওটি উত্তরপ্রদেশেরই। 

স্ত্রী-র হাতে যখন মার খাচ্ছেন তখন স্বামীকে বলতে শোনা যাচ্ছে, 'তুমি মহিলা থানায় যাও।' একথা শুনে মহিলা আরও চিৎকার করছেন। তিনি বলছেন 'মহিলা থানায় কেন যাব? ও আমার টাকায় খায়। আমার উপর শাসন করছে।'

এই কথা বলতে বলতে সেই মহিলা স্বামীকে মারধার করছে। আশপাশের লোকজনকে বলছেন, 'ভিডিও রেকর্ড করুন'। তবে কী কারণে দুজনের মধ্যে এই দ্বন্দ্ব তা ভিডিও থেকে পরিষ্কার নয়। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ মহিলাকে সমর্থন করেছেন। কেউ আবার তাঁর বিরুদ্ধে কথা বলেছেন।

একজন ইউজার লিখেছেন, 'আমি অবাক হচ্ছি। একজন স্ত্রী তাঁর স্বামীকে প্রকাশ্যে এত মারধর করছে। তাহলে বাড়ির ভিতরে ওই মহিলা কী করেন? আর একজন লিখেছেন- 'আজ কালকার দিনে লিভ ইন করা ভালো। বিয়ে না করাই শ্রেয়।'আবার অনেকে এটাও লিখেছেন, একজন পুরুষকে মারধর করা হচ্ছে তাই বাকিরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। যদি ছবিটা উল্টো হত তাহলে কখনও কেউ দাঁড়িয়ে থাকতেন না। তাঁরা মহিলাকে বাঁচানোর চেষ্টা করতেন। 

অনেকে আবার ভিডিও দেখে বিয়ের সাইড এফেক্টের কথা বলেছেন। বিয়ে ক্রমাগত বিপজ্জনক হয়ে উঠছে। এই দাবি করে একজন লিখেছেন, 'এই মহিলা কারও স্ত্রী হওয়ার যোগ্য নয়।' আবার কেউ কেউ লিখেছেন, 'ওই ব্যক্তি নিশ্চয়  এমন কোনও কাজ করেছেন যাতে ওই মহিলা ক্ষুব্ধ।' যদিও নেটিজেনরা এত কথা বললেও আসল কারণ জানা যায়নি। কোনও থানায় এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে কি না সেটাও পরিষষ্কার নয়। 

Advertisement

প্রসঙ্গত, গত এপ্রিলেও একই রকম ঘটনা সামনে এসেছিল। সেখানে ফ্যামেলি কোর্টের বাইরে স্বামী-স্ত্রী হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়েন। এমনকী স্বামীর দিকে জুতোও ছুড়ে মেরেছিলেন ওই মহিলা। পরে পুলিশ ও আইনজীবীরা দুজনকে আলাদা করে দেন।
 

Advertisement