বাপরে বাপ। কী গরম। যেনো হাঁসফাঁস করছে প্রাণটা। দরজা জানালা সব খুলে দিতে ইচ্ছা করছে। তবে যদি একটু হাওয়া আসে। একদিকে গরমে নাজেহাল হচ্ছি আমরা, অন্যদিকে পৃথিবীর অপরপ্রান্তে এমন জায়গাও আছে, যেখানে তুষারপাতের হাত থেকে বাঁচতে দরজা বন্ধ করতে গিয়ে সে কী বিপত্তি। আন্টার্কটিকার একটা ভিডিও এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দরজা বন্ধ করার চেষ্টা করছেন। মাথা থেকে পা পর্যন্ত সে নিজেকে ঢেকে রেখেছে। পরনে কী নেই। জ্যাকেট, চশমা বুট সব রয়েছে। যে দরজাটা তিনি বন্ধ করার চেষ্টা করছেন, সেই দরজাটা বাইরের দিকে খোলে। নিজের সব গায়ের জোর দিয়েও দরজা তিনি বন্ধ করতে পারছেন না। একদিক স্নো ফল অন্যদিকে ব্যাপক ঠাণ্ডা হাওয়া। কিং জর্জ দ্বীপের ছবি এটি। এক ব্যক্তি হাত বাড়ালেও তিনি হাত ধরতেই পারছেন না, হাওয়া বেগ বেশি থাকায় তিনি সামনের দিকে যেতেই পারছেন না। একটা সময় ভিডিও দেখে আপনার মনে হতে পারে, এটা একটা চলন্ত ট্রেনের ভিতরের ছবি। কিন্তু না এটা কোনও চলন্ত ট্রেন। এই ভিডিও দেখে অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন, বাড়ির এ কী অদ্ভুত দরজা। বাইরের দিকে খোলে কেন। যাই হোক এই ভিডিও এখন ভাইরাল।
A video featuring a “typical workday in Antarctica” has gone viral on social media. Instagram users who stumbled upon the video could only assume that a person apparently attempted to enter a moving train, while the video showed a person’s desperate attempt to close a door in a room.