scorecardresearch
 
Advertisement

Andhra Pradesh Police Viral Video: জামাই আদর করে অপরাধীকে বিরিয়ানি খাওয়াচ্ছে পুলিশ, দেখুন Viral ভিডিও

Andhra Pradesh Police Viral Video: জামাই আদর করে অপরাধীকে বিরিয়ানি খাওয়াচ্ছে পুলিশ, দেখুন Viral ভিডিও

কাস্টডিতে থাকা অপরাধীকে বিরিয়ানি খাইয়ে কাঠগড়ায় পুলিশ। অপরাধীকে জামাই আদরের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ঘটনা সামনে আসতেই মোট সাতজন পুলিশ কর্মীকে আবার সাসপেন্ডও করা হয়েছে। ঘটনাটি এরাজ্যের নয়, অন্ধ্রপ্রদেশের। পুলিশ কাস্টডিতে থাকা YCP সমর্থক বোরুগাড্ডা অনিলকে আদর-যত্ন করতে গিয়েই বেকায়দায় পড়েছেন একসঙ্গে সাতজন পুলিশ কর্মী। জানা গিয়েছে, পুলিশ হেফাজতে থাকাকালীন বোরুগাড্ডা অনিল বিরিয়ানি খাওয়ার আবদার করেছিলেন। বিরিয়ানি না হোক অন্তত বাড়ির তৈরি খাবারের জন্য পুলিশ কর্মীদের কাছে অনুরোধ জানান।

Andhra Pradesh Police Having Biryani With Criminals Viral Video

Advertisement