ট্রাফিক নিয়ম না মেনে কারসাজি দেখাতে গিয়ে কী ভয়ানক পরিস্থিতি হতে পারে, তা এই ভিডিওটা না দেখলে বোঝাই যেতো না। ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাইক বাই রোডে দুরন্ত গতিতে ছুটে চলেছে। আর একটা সময় অনেকে এমন স্পিডে গাড়ি চালান যে, তিনি নিজের বিপদ নিজেই ডেকে আনেন। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন ব্যক্তি স্পোর্টস বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছেন। হঠাৎই কিছুক্ষণ পর দেখা যায় যে রাস্তাটা একেবারে উল্টে যাওয়ার জোগান । আর তারপরই তিনি উল্টে পড়েন রাস্তায়। গতি এতটাই বেশি ছিল যে বাইক সমেত চালক দূরে ছিটকে পড়ে যান। তাতে বাইকের সমস্ত পার্টস ভেঙে চুড়মার হয়ে যায়। আর তা দেখা মাত্রই দুর থেকে লোকজন ছুটে চলে আসেন। আর বতার এসে দেখেন যে বাইকের কোনো কিছুই আস্ত নেই। দূর পরে থাকা বাইকের চালককের কাছে যান তারা। আর বাইক চালকের এই হারহিম করা ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল। যা দেখে রীতিমত আঁতকে উঠেছেন নেটিজেনরা। জানা গিয়েছে ওই বাইক চালক 360 ডিগ্রিতে ভিডিও করেছিলেন, আর তাতেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। যদিও পরে জানা যায় যে ওই বাইক চালক বেঁচে আছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি হাজার হাজার মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,রাস্তায় অনেককেই এভাবে গাড়ি চালাতে দেখা যায়। আরও এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন,দেখেই মনে হচ্ছে, বাইকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Bike Vlogger accident video going viral in social media.