scorecardresearch
 
Advertisement

Alaska Airlines Aircraft's Window Gets Open: দেখুন ভিডিও, 17 হাজার ফুট উঁচুতে খুলে গেল প্লেনের দরজা

Alaska Airlines Aircraft's Window Gets Open: দেখুন ভিডিও, 17 হাজার ফুট উঁচুতে খুলে গেল প্লেনের দরজা

মাঝ আকাশে যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল প্লেন সংস্থাটি। আর তারপরই তড়িঘড়ি কড়া পদক্ষেপ করল আলাস্কা এয়ারলাইন্স। জানা গিয়েছে বিমান সংস্থার হাতে থাকা 65টি বোয়িং-৭৩৭-৯ প্লেন বসিয়ে দেওয়া হচ্ছে। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, আলাস্কা এয়ারলাইন্সের 145 টি বোয়িং ৭৩৭ বিমান রয়েছে। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল শুক্রবার,5 জানুয়ারি সেই বিমানটিও বোয়িং ৭৩৭-৯ মডেলের। ফলে বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করায় শেষমেশ এই মডেলের বিমানগুলিকে আপাতত আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে আলাস্কা এয়ারলাইন্স।

Alaska Airlines Aircraft's Window Gets Open

Advertisement