scorecardresearch
 
Advertisement

Cat jumps on imam leading Ramadan prayers: নামাজের সময় ইমামের কাঁধে ঝাঁপাল বিড়াল

Cat jumps on imam leading Ramadan prayers: নামাজের সময় ইমামের কাঁধে ঝাঁপাল বিড়াল

ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা মনে হয় এখন পশুপাখিরাও মানতে শুরু করেছে। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও-র বিড়ালটিকে দেখলে আপনারও তাই মনে হবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ইমাম তিনি নামাজ পড়ছেন। এত দূর তো সব ঠিকই ছিল। কিন্তু প্রার্থনা চলাকালীন তাঁর কাঁধে চড়ে বসল বিড়াল ছানা। তাকে দেখে মনে হচ্ছে, প্রার্থনা যতই হোক, তার তো এখন খেলার সময়। তাকে আর কে আটকায়। সে খেলতে ব্যস্ত। এদিকে তখন ইমাম কোরান পড়ার সময় বিড়ালটিকে একটু আদরও করে দেন। আদর খেতে বিড়াল যে কত্তটা ভালোবাসে তা বলার নয়। তাই সে তখন ব্যস্ত খেলতে আর আদর খেতে। প্রার্থনার সময় বিড়ালের এহেন আবদারে একটুও বিরক্ত বোধ করেননি ইমাম। অনেকটা আদর খাওয়া শেষ করে বিড়াল নেমেও পড়ে। কাঁধে উঠে একটু গায়ে গায় ঘসা থেকে শুরু করে লেজ দিয়ে হালকা করে আদর করা সবটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইমাম এবং বিড়ালটির বন্ধুত্বের প্রশংসা করেছেন নেটিজেনরা।

Cat jumps on imam leading Ramadan prayers in Algeria

Advertisement