নদীর তীব্র গতিতে বয়ে চলেছে। বন্যায় ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। গ্রাম থেকে গাড়িতে ফিরছিলেন সুরেশ মিস্ত্রি ও তাঁর স্ত্রী নয়না মিস্ত্রি। বন্যায় তাঁদের গাড়ি আটকে পড়ে। নদীতে স্রোত বাড়তে শুরু করে। জলের টানে গাড়ি সহ দুজনেই ভেসে যাচ্ছিলেন। একটি পাথরে ধাক্কা লেগে আটকে পড়ে যান। এহেন অবস্থায় মানুষের কী দশা হতে পারে? মরণ-বাঁচন সমস্যা। যে কোনও মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। কিন্তু ওই স্বামী-স্ত্রী যেন অন্য ধাতুতে গড়া। নদীর মাঝেই গাড়ির ছাদে বসে দুজনে পরামর্শ করছেন, ফোন করছেন হাল্কা ভাবেই। দেখা গেল দুজনে গল্পও করছেন। লোকে সেই দৃশ্য দেখে অবাক। অবশেষে তাঁদের উদ্ধার করা হল। ভিডিওটি ভাইরাল।