scorecardresearch
 
Advertisement

Black Leopard: কার্শিয়াং এর রাস্তায় দেখা মিলল কালো চিতাবাঘের, আতঙ্ক এলাকার গ্রামগুলিতে

Black Leopard: কার্শিয়াং এর রাস্তায় দেখা মিলল কালো চিতাবাঘের, আতঙ্ক এলাকার গ্রামগুলিতে

কার্শিয়াংয়ের বগোরা জঙ্গলে রাস্তা পারাপারের সময় ক্যামেরাবন্দি হলো একটি ব্ল্যাক প্যান্থার বা হিমালয়ান কালো চিতাবাঘের। কালো চিতাবাঘের সেই ভিডিয়ো প্রকাশ হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার গ্রামগুলিতে ৷ স্থানীয়রাই খবর দেন কার্শিয়াং বন বিভাগকে। যদিও, পাহাড়ি এলাকায় ব্ল্যাক প্যান্থার এর আগেও দেখতে পাওয়া গিয়েছে বলে বনবিভাগের তরফে জানানো হয়েছে ৷ এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "পাহাড়ে এর আগেও কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের (Melanistic Leopard) সন্ধান মিলেছে ৷ এটিরও খবর নেওয়া হচ্ছে ৷ কালো চিতাবাঘ আদতে সাধারণ চিতাবাঘের মতো ৷ জেনেটিক কারণে সেগুলির গায়ের রং পুরো কালো হয় ৷

Advertisement