কার্শিয়াংয়ের বগোরা জঙ্গলে রাস্তা পারাপারের সময় ক্যামেরাবন্দি হলো একটি ব্ল্যাক প্যান্থার বা হিমালয়ান কালো চিতাবাঘের। কালো চিতাবাঘের সেই ভিডিয়ো প্রকাশ হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার গ্রামগুলিতে ৷ স্থানীয়রাই খবর দেন কার্শিয়াং বন বিভাগকে। যদিও, পাহাড়ি এলাকায় ব্ল্যাক প্যান্থার এর আগেও দেখতে পাওয়া গিয়েছে বলে বনবিভাগের তরফে জানানো হয়েছে ৷ এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "পাহাড়ে এর আগেও কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের (Melanistic Leopard) সন্ধান মিলেছে ৷ এটিরও খবর নেওয়া হচ্ছে ৷ কালো চিতাবাঘ আদতে সাধারণ চিতাবাঘের মতো ৷ জেনেটিক কারণে সেগুলির গায়ের রং পুরো কালো হয় ৷