scorecardresearch
 
Advertisement

VIDEO: ১ মিনিটে ২২ জনের গলা নকল! ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম জলপাইগুড়ির ময়ূখের

VIDEO: ১ মিনিটে ২২ জনের গলা নকল! ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম জলপাইগুড়ির ময়ূখের

পরিবারের সদস্যরা একরত্তির দুষ্টুমি থামাতে কিনে দিয়েছিলেন ক্যাসেট। 'ভানু এল কলকাতায়'। আর সে মজে গিয়েছিল তাতে। শুনতে শুনতে কখন যে তা নকল করতে শুরু করে দিয়েছিল, মনে নেই। তবে তা আর থামেনি। সেই গুণ নতুন করে স্বীকৃতি পেল বুধবার। ১ মিনিটে ২২ জনের গলা নকল করে রেকর্ড গড়লেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেললেন জলপাইগুড়ির ময়ূখ ভট্টাচার্য। তিনি এখন শস্যবিজ্ঞান নিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরের লেখাপড়া করছেন। তিনি বলেন, ১২ জুলাই আবেদন করি। নিজের কনটেন্ট পাঠাই। পুরো জিনিস খতিয়ে দেখতে এবং স্বীকৃতি দিতে দেড় মাস লাগে। বুধবার তার শংসাপত্র পেয়েছি।

Advertisement