scorecardresearch
 
Advertisement

VIDEO: শান্তিপুরে চলন্ত ট্রেনেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম

VIDEO: শান্তিপুরে চলন্ত ট্রেনেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম

চলন্ত ট্রেনে মহিলা কম্পার্টমেন্ট হয়ে উঠল আঁতুড়ঘর। যাত্রীরাই ধাইমা। জন্ম নিল এক ফুটফুটে শিশু। চলতি ট্রেনেই ভূমিষ্ঠ হল নবজাতক। সকলের সহযোগিতায় মিটে গেল সব সমস্যা। এদিন সকালেও কল্যাণী জে এন এম হাসপাতালে গর্ভকালীন চিকিৎসা করাতে যান মহিলা, সেখানে গর্ভবতী মাকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান এখনো সন্তান প্রসবে ঢের দেরি। তাই সন্ধ্যায় শান্তিপুরে বাপের বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেন ওই মহিলা। হঠাৎই কল্যাণী থেকে পেটে ব্যথা শুরু হয় রানাঘাটে তা আরো প্রকট হয়, এরপরই চলন্ত লেডিস কম্পার্টমেন্টের মধ্যেই অন্যান্য মহিলা যাত্রীদের সহযোগিতায় কন্যা সন্তান প্রসব হয়।

Mother gives birth in a running train at Shantipur

Advertisement