scorecardresearch
 
Advertisement

Lonavala Flash Flood: লোনাভালায় জলের স্রোতে ভেসে গেল পুরো পরিবার, ভয়ঙ্কর VIDEO

Lonavala Flash Flood: লোনাভালায় জলের স্রোতে ভেসে গেল পুরো পরিবার, ভয়ঙ্কর VIDEO

পুনের লোনাভালায় এক ভয়াবহ দুর্ঘটনায় একটি পুরো পরিবার জলের প্রবল স্রোতে ভেসে গেছে। এই দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী এক মহিলা এবং ১৩ বছর এবং ৮ বছর বয়সী দুটি মেয়ের মৃত্যু হয়েছে। বাঁধের কাছে নদী থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায় পুরো পরিবারটি জলের প্রবল স্রোতে ঘেরা। সেখানে উপস্থিত লোকজন তাদের সাহায্য করার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যায়, কেউ দড়ি ছুড়ে বাঁচানোর চেষ্টা করছেন, আবার কেউ সবাইকে একসঙ্গে বেঁধে থাকার পরামর্শ দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের সঙ্গেই তাঁরা ভেসে যেতে লাগলেন।

Advertisement